Alipurduar News: দরজা খুলতেই রক্তে ভাসছে ঘর, চা বাগানের বস্তিতে মারাত্মক কাণ্ড!

Last Updated:

Alipurduar News: বাড়িতে মায়ের অনুপস্থিতির সুযোগে ছিল এক নাবালক। সুযোগ বুঝেই ছেলে খুন করল তার বাবাকে।

চা বাগানের শ্রমিকের বাড়ি (প্রতীকী ছবি)
চা বাগানের শ্রমিকের বাড়ি (প্রতীকী ছবি)
আলিপুরদুয়ার: বাড়িতে মায়ের অনুপস্থিতির সুযোগে ছিল এক নাবালক।সুযোগ বুঝেই ছেলে খুন করল তার বাবাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়ডাক চা বাগান এলাকায়। শামুকতলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সাত সকালে সন্তোষ এক্কার স্ত্রী সাউনি তিরকি বাড়িতে এসে দেখেন তার স্বামী সন্তোষ এক্কার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে বিছানায়।
স্বামীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পাড়া প্রতিবেশীদের ডেকে আনেন তার স্ত্রী। ‌এরপরেই খোঁজ চলতে থাকে তার একমাত্র নাবালক ছেলের। মোবাইল ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে ছেলে তার মাকে জানিয়ে দেয় তার বাবাকে হত্যা করেছে সে নিজেই।
আরও পড়ুন: সাইকেল চুরির কিনারা করতে গিয়ে এগুলি কী উদ্ধার হল? নবদ্বীপে তোলপাড়
রবিবার গভীর রাতে তার বাবাকে কুঠার দিয়ে কুপিয়ে নাবালক ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানান শামুকতলা থানার পুলিশকে। সোমবার শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। রায়ডাক চা বাগানের লঙ্কাপাড়া মাস্টার লাইন এলাকা থেকে সন্তোষ এক্কার মৃতদেহ উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে আসে।
advertisement
advertisement
আরও পড়ুন: সিকিমের তুষারধসে চাপা পড়েছিলেন ৩ বন্ধু, প্রাণে বেঁচে ফিরেও আতঙ্কে কাঁপছেন সুমিত-তথাগত-অরিন্দমরা!
তবে কী কারণে নাবালক ছেলে তার বাবাকে খুন করেছে তা জানা সম্ভব হয়নি। রক্তমাখা কুঠারটি উদ্ধার করে আনে শামুকতলা পুলিশ। ‌মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত সন্তোষ এক্কার স্ত্রী নাবালক ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Alipurduar News: দরজা খুলতেই রক্তে ভাসছে ঘর, চা বাগানের বস্তিতে মারাত্মক কাণ্ড!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement