স্বামীর পরকীয়ার প্রতিবাদ ! স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত স্বামীর, মৃত্যুর সঙ্গে পাঞ্জা গৃহবধূর

Last Updated:

ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টায় অভিযুক্ত স্বামী

#বনগাঁ: দীপাবলির আলো ম্লান, মায়ের পায়ে মাথা ঠুকে মানত একটাই মেয়েকে ফিরিয়ে দাও মঙ্গলবার সারা দেশ যখন দীপাবলির আলোর রোশনাইয়ে আনন্দে মাতোয়ারা ৷ ঠিক তখনই আধপোড়া মেয়েকে সুস্থ করে ফেরাতে মায়ের কাছে মাথা ঠুকে চলেছেন সত্তোর উর্ধ্ব বৃদ্ধ বাবা-মা ৷ ঘরের বিছানায় পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়ে ৷ বনগাঁ থানার শক্তি গড় এলাকার বাসিন্দা বছর আশির কেনারাম দাস ও তাঁর স্ত্রী রাণু দাস ৷
বছর কুড়ি আগে কল্যাণী থানার গয়েশ পুর এলাকায় বিশ্বনাথ নামে এক যুবকের সঙ্গে ছোট মেয়ে মীনার বিয়ে দিয়েছিলেন কেনারামবাবু ৷ বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার করতেন স্বামী ৷ দাঁতে দাঁত চেপে লড়াই করে নীরবে দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য করেছে মীনা ৷ বৃদ্ধ বাবা মা যাতে কষ্ট না পাই সেই জন্য কখনও বাপের বাড়ির কাউকে স্বামীর অত্যাচার জানতে দেয়নি ৷ স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করেছিলেন গৃহবধূ ৷ এই তাঁর অপরাধ ৷
advertisement
সেই অপরাধে গত ২২ অক্টোবর রাতে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে অভিযুক্ত স্বামী ৷ জ্বলন্ত শরীরে মীনার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিল বৃদ্ধ বাবা কেন রাম ও মা রাণুদেবী ৷
advertisement
advertisement
হাসপাতালে কিছুদিন রাখার পর মেয়ে মীনাকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন বৃদ্ধ বাবা মা ৷ বর্তমানে বাপের বাড়িতে আধপোড়া শরীর নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন গৃহবধূ ৷ বাড়ির মন্দিরে মায়ের পায়ে মাথা ঠুকে মানত করেছেন মা রাণুদেবী ৷ মেয়ে সুস্থ হলে তবেই দীপাবলির প্রদীপ জ্বলবে ৷ আবার আলোর রোশনাইয়ে ফুটে উঠবে গোটা বাড়ি ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
স্বামীর পরকীয়ার প্রতিবাদ ! স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত স্বামীর, মৃত্যুর সঙ্গে পাঞ্জা গৃহবধূর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement