Bangla News|| নদীর তীরে কাটা পা, মহিলার পোশাক! কার দেহ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Bangla News: কেলাখেদা থানার অন্তর্গত বাউর নদীর তীরে দুটি পা-সহ মানব শরীরের তিনটি অংশ পাওয়া গিয়েছে।
কলকাতাঃ নদীর তীরে পড়ে মহিলার পোশাক। তার পাশেই তিন টুকরো মানব অঙ্গ। এমন দৃশ্য দেখে চমকে উঠেছিলেন উধমসিং নগরের বাসিন্দারা। কিন্তু পুলিশ এসেও ওই দেহাংশ উদ্ধারের ঘটনার কিনারা করতে পারেনি এখনও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায়, বাউর নদীর তীরে এক মহিলার দেহাংশ পাওয়া গিয়েছে। কেলাখেদা থানা এলাকার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে কাশিপুরের এসপি অভয় সিং পুলিশ প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধার করা হয় ছিন্নভিন্ন অঙ্গগুলি। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে। বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চলছে আশপাশের এলাকায়। এমনকী নদীর পাশ থেকে উদ্ধার হওয়ায় মনে করা হচ্ছে বাকি দেহাংশ জলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তাই ডুবুরি নামিয়ে ধড় ও অন্য অঙ্গ খুঁজে বের করার চেষ্টা করা হয়। কিন্তু তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সুর চড়ছে নন্দীগ্রামে, পঞ্চায়েতের মনোনয়ন জমায় দারুণ চমক দিলেন বিজেপি প্রার্থীরা
প্রাথমিক ভাবে দেহাংশগুলির কাছে যে কাপড় পড়ে থাকতে দেখা গিয়েছিল, তা থেকে পুলিশের সন্দেহ দেহটি জোগিন্দর কৌর নামে এক মহিলার। জোগিন্দর কৌর রামপুরকাজি গ্রামের বাসিন্দা। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। এসপি অভয় সিং বলেন, কেলাখেদা থানার অন্তর্গত বাউর নদীর তীরে দুটি পা-সহ মানব শরীরের তিনটি অংশ পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তীব্র দাবদাহে ঘরে ১ মিনিটেই মিলবে সম্পূর্ণ স্বস্তি! কীভাবে জানলে অবাক হবেন
মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ দখল করে ধড় ও অন্য অঙ্গ-প্রত্যঙ্গের সন্ধানে নদীতে তল্লাশি চালায় ডুবুরি দল। তিনি আরও বলেছিলেন যে রামপুরকাজি গ্রামের বাসিন্দা জোগিন্দর কৌর তাঁর পাঁচ ভাই এবং এক সৎ ভাইয়ের সঙ্গে থাকতেন। তাঁর স্বামীর নাম পঞ্জা সিং। গত বুধবারই জোগিন্দর কৌরের ভাইয়েরা বোনের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন।
advertisement
সেই অনুযায়ী জোগিন্দরের খোঁজে তল্লাশি শুরুও করেছিল পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার বাউড় জলাশয় থেকে প্রায় ১০০ মিটার দূরে দুটি পা ও আরেকটি অঙ্গ পড়ে থাকার খবর পাওয়া যায়। দেহাংশগুলির কাছেই পড়েছিল কাপড়ের টুকরো। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই কাপড় জোগিন্দর কৌরেরই। অঙ্গগুলিও তাঁরই কি না, তা খতিয়ে দেখছে ফরেনসিক দল।
advertisement
এসপি অভয় সিং জানিয়েছেন, ডুবুরিদের দল, ডগ স্কোয়াড, ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, ‘ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশের ৬টি দল গঠন করা হয়েছে, যারা সব দিক থেকে বিষয়টি তদন্ত করছে। শীঘ্রই ঘটনার সঙ্গে কিনারা করা যাবে। জড়িতদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 5:33 PM IST