#নয়াদিল্লি: মোবাইল অ্যাপ আপনার ফোনে ভর্তি! আর সেই অ্যাপগুলির সূত্র ধরেই একের পর এক স্ক্যামের খবর সামনে আসছে৷ আপনি যদি বাঁচতে চান তাহলে এই সতর্কবার্তা মেনে চলুন৷ গুগল প্লে স্টোরেই রয়েছে এমন ২৩ টি অ্যাপ যার থেকে দেদার স্ক্যাম করছে দুষ্কৃতীরা৷ তাই এই ২৩ টি অ্যাপের যদি কোনওটি আপনার মোবাইল ফোনে থাকে তাহলে সেটা অতি অবশ্যই সুরক্ষার স্বার্থে ডিলিট করে দিন৷
এই অ্যাপগুলি ধীরে ধীরে ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়৷ অ্যানড্রয়েড ফোন যাঁরা ব্যবহার করেন তাঁদৈর সবসময় সতর্ক থাকা উচিত৷ সাইবার সিকিউরিটি ও সফটওয়্যার ফার্ম Sophos-র পক্ষ থেকে অধিকর্তা এই মারাত্মক সতর্কবার্তা জারি করেছেন৷ এই ২৩ টি ফ্লিসয়ের(fleeceware) অ্যাপগুলি গুগল প্লে স্টোরের পলিসি মানেনি৷
রিসার্চার জগদীশ চন্দ্রাইহা ব্লগপোস্ট অনুযায়ি গুগল এর এই অ্যাপ টার্ম ও ফন্ট খুবই খুদ্রাকারে রয়েছে যাতে পড়া যায় না৷ এতে কয়েকটি ঢিলেমি আছে যার সূত্র ধরেই বিভিন্ন বিপদজনক কাজ করতে অনুমতি দেয়৷
Sophos -র প্রকাশিত তালিকাটি দেখে নিন-com.photoconverter.fileconverter.jpegconverter
com.recoverydeleted.recoveryphoto.photobackupcom.screenrecorder.gamerecorder.screenrecordingcom.photogridmixer.instagridcom.compressvideo.videoextractorcom.smartsearch.imagessearchcom.emmcs.wallpappercom.wallpaper.work.applicationcom.gametris.wallpaper.applicationcom.tell.shortvideocom.csxykk.fontmojicom.dev.palmistryastrologycom.video.magiciancom.el2020xstar.xstarcom.dev.furturescopecom.fortunemirrorcom.itools.prankcallfreelitecom.isocial.fakechatcom.old.mecom.myreplica.celebritylikeme.procom.nineteen.pokeradarcom.pokemongo.ivgocalculatorcom.hy.gscannerfleeceware একধরণের ম্যালওয়ার মোবাইল অ্যাপলিকেশন৷ এতে লুকনো সাবস্ক্রিপশন ফি থাকে৷ যাঁরা জানেন না সাবস্ক্রিপশন ছেড়ে দেওয়ার পরেও এই অ্যাপগুলি সাবস্ক্রিপশন ফি নিতেই থাকে৷ তাই আলাদা করে সাবস্ক্রিপশন ফি আলাদা করে বাতিল করতে হয়৷ এরা স্প্যাম সাবস্ক্রিপশন পদ্ধতি ব্যবহার করে৷ ব্যবহারকারী যদি একবার এইগুলো সাবস্ক্রিপশন চালু করে দেয় তখনই গণ্ডগোলের শুরু৷ এদের আলাদা অ্যাপের বিভাগে আলাদা আলাদা সাবস্ক্রিপশন হয়৷ ব্যবহারকারী না বুঝেই আলাদা সাবস্ক্রিপশনের অপশনে ক্লিক করে হ্যাঁ করে দেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mobile app