#কলকাতা : করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে প্রতিদিনই আরও ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের পরিস্থিতি ৷ শেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড সংক্রমণ হয়েছে রাজ্যে৷ স্বভাবতই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সরকার সংক্রমণ রুখতে বেশ কিছু কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার৷ এদিন সন্ধ্যায় জারি করা বিধিনিষেধে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে পান্থশালা, রেস্তোরাঁ, সুইমিং পুল, জিম ইত্যাদি ৷ বন্ধ করা হয় বাজার দোকানও ৷
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এরাজ্যে কোভিড-১৯ -এ আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১১ জন । একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের । গতকাল আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ৪০৩ জন ৷ মৃত্যু হয় ৮৯ জনের ৷ গত বছর এ রাজ্যে দৈনিক সর্বাধিক সংক্রমণ হয়েছিল ২২ অক্টোবরে । ওই দিন এ রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ১৫৭ জন । গত বছরের কোভিড-19-এর দৈনিক সংক্রমণের সর্বাধিক এই রেকর্ড চলতি বছর এ রাজ্য অতিক্রম করে গিয়েছে গত ১১ এপ্রিল । ২৯ এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৮ লাখ ২৮ হাজার ৩৬৬ জন ৷ ২৯ এপ্রিল পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৪৪ জনের৷
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ রাজ্যেও সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । এই অবস্থায় কোভিড-১৯ -এর রোগীদের জন্য রাজ্যের সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর। গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-১৯ -এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।
বাড়ানো হচ্ছে সেফ হোম। বিভিন্ন সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ ও রয়েছে শহরজুড়ে। ইতিমধ্যে গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাঁদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেফ হোম করার আর্জি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জানায়। যদিও এখনো এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বিভিন্ন সরকারি বেসরকারি আবাসনগুলিতেও কমিউইনিটি হল ও পার্কিং -এ সেফ হোম করার ভাবনা চিন্তা করছেন প্রশাসনিক কর্তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।