ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! কী বলছেন বাংলা সঙ্গীতজগতের জোজো, রাঘব, সিধুরা?
- Reported by:Manash Basak
- Published by:Tias Banerjee
Last Updated:
ফরিদপুরে নগর বাউল জেমসের কনসার্টে হামলা ও বাতিলের ঘটনায় বাংলাদেশে শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, পশ্চিমবঙ্গের শিল্পীদের তীব্র প্রতিক্রিয়া। কী বলছেন জোজো, সিধু, রাঘবের মতো গায়করা?
বাংলাদেশে চলমান অস্থিরতার আবহে আবারও প্রশ্নের মুখে পড়েছে সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা। ফরিদপুরে জনপ্রিয় রকশিল্পী নগর বাউল জেমসের কনসার্টে ভাঙচুর ও ইটবৃষ্টির ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল হওয়ার পর এবার প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের একাধিক শিল্পী। শিল্পীদের মতে, এই ঘটনা শুধু একটি কনসার্ট বানচাল হওয়া নয়, বরং বাংলার শিল্প ও শিল্পীদের উপর চলমান আক্রমণেরই প্রতিফলন। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের শিল্পীমহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোচ্চার হয়েছেন জোজো, রাঘব, সিধুরাও।
২৬ ডিসেম্বর রাতে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বার্ষিকী অনুষ্ঠানে নগর বাউল জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর ঠিক আগেই ‘বহিরাগত’ বলে চিহ্নিত একদল জনতা জোর করে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করে এবং মঞ্চ লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দর্শক ও আয়োজকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ ও নিরাপত্তার তৎপরতায় জেমস নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হলেও, এই হামলায় অন্তত ২০–২৫ জন আহত হন বলে খবর। আহতদের মধ্যে বহু স্কুলপড়ুয়াও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেন আয়োজকেরা।
advertisement
advertisement

advertisement
ফরিদপুরে নগর বাউল জেমসের কনসার্টে হামলা ও বাতিল, বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে!
এই ঘটনায় সঙ্গীতশিল্পী জোজো বলেন, “বাংলাদেশে জেমসের অনুষ্ঠানে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। একজন শিল্পী যদি নিজের শিল্প প্রদর্শনের মঞ্চেই নিরাপদ না থাকেন, এর থেকে দুঃখের আর কী হতে পারে? বাংলাদেশে শিল্প ও শিল্পীদের উপর যেভাবে আক্রমণ চলছে, তা সত্যিই লজ্জার।”
advertisement
অন্য দিকে, সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় বলেন, “এই বাংলাদেশকে আমি চিনি না। বাংলাদেশে আমি বহু কাজ করেছি, এখনও দু’টি প্রজেক্ট নিয়ে কাজ চলছিল। জেমসের মতো একজন সিনিয়র শিল্পী কনসার্ট করতে পারলেন না—এর থেকে বেদনাদায়ক আর কী হতে পারে? কিছুদিন ধরে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও শিল্পীদের উপর যেভাবে আঘাত নেমে আসছে, তা অত্যন্ত লজ্জাজনক।”
advertisement
ক্যাকটাস ব্যান্ডের সঙ্গীতশিল্পী সিধুও এই ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁর বক্তব্য, বাংলাদেশে শিল্পী ও শিল্পের উপর বারবার আঘাত আসছে। তিনি মনে করেন, এই ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। শিল্পীদের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের সাংস্কৃতিক পরিসর আরও গভীর সংকটে পড়তে পারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2025 1:00 PM IST









