corona virus btn
corona virus btn
Loading

‘দু‘বেলা দেবী মায়ের আরতিও লাইভ দেখি’ বাঁচার লড়াইতে ফ্লোরিডা থেকে অন্তরা

‘দু‘বেলা দেবী মায়ের আরতিও লাইভ দেখি’ বাঁচার লড়াইতে ফ্লোরিডা থেকে অন্তরা
Photo Courtesy- Facebook

চোখের সামনে দেখা এ যে জীবনের অন্য এক যুদ্ধ

  • Share this:

#ফ্লোরিডা: করোনা ভাইরাসের মারণ থাবা কিছুতেই আটকানো যাচ্ছে না ৷ সারা পৃথিবীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে  আক্রান্তের সংখ্যা পাশাপাশি মৃত্যু মিছিলও থামানো যাচ্ছে না ৷ এই মুহূর্তে মৃত্যুর নিরিখে আমেরিকা সবচেয়ে ওপরে ৷ সেখানে থাকা প্রতিটা মানুষই এ যেন এক অন্য আমেরিকাকে সামনে থেকে দেখছেন ৷

অন্তরা দাস স্বামীর কর্মসূত্রে ফ্লোরিডার বাসিন্দা ৷ কলকাতায় থাকাকালীন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন,ছিলেন এক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপ্যালও ৷  তবে এখন আর ধরাবাঁধা কাজ করেন না অন্তরা ৷ এই মুহূর্তে  সেখানেই এখন ছেলে-র সঙ্গে রয়েছেন তিনি ৷ পরিস্থিতি একেবারে অন্যরকম৷ বিদেশে থাকার অভ্যাস দীর্ঘদিনের কিন্তু এ কেমন ছবি ৷ শহরের দ্রুততম রাস্তাতেও তো একটাও গাড়ি নেই৷ আসলে মৃত্যুদূতের মারণ নৃত্য দেখতে দেখতে এবার জনতা এতটাই ভয় পেয়েছে যে খুব প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে পা রাখছেন না ৷

অফিসের কাজ থেকে স্কুলের পড়া সবকিছুই হচ্ছে অনলাইনে ৷ তবে এই লড়াইতে ইশ্বরের শক্তির ওপর আস্থাকেও বড় ভরসা মানেন অন্তরা ৷ বাঙালি বাড়িতে সকাল সন্ধ্যা দু বেলাই ছোট থেকে পুজো হতে দেখে বড় হয়ে ওঠা অন্তরা এখনও রোজ আরতি দেখেন ৷ তবে স্থানীয় মন্দির থেকে অনলাইনে যে আরতি সম্প্রচার হয় তাই দেখেন ৷ আসলে আস্থার সঙ্গে ভক্তি থেকে যে শক্তি তৈরি হয় তা যেকোনও বড় বড় লড়াইতে নিঃসন্দেহে বাড়তি শক্তি দেয় ৷ তাই অন্তরার লকডাউন পিরিয়ডের অবস্থা শেয়ারের ভিডিওতে উঠে এসেছে এই অনলাইনে ভিডিও দেখার কথা ৷

আসলে স্টে হোম স্টে সেফই এখন বাঁচার লড়াইয়ের একমাত্র মন্ত্র ৷ শুনে নিন ফ্লোরিডার বঙ্গললনার চোখে সেই লড়াইয়ের সত্যি কাহিনী৷

দেখে নিন ভিডিও

Published by: Debalina Datta
First published: April 14, 2020, 6:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर