#ফ্লোরিডা: করোনা ভাইরাসের মারণ থাবা কিছুতেই আটকানো যাচ্ছে না ৷ সারা পৃথিবীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা পাশাপাশি মৃত্যু মিছিলও থামানো যাচ্ছে না ৷ এই মুহূর্তে মৃত্যুর নিরিখে আমেরিকা সবচেয়ে ওপরে ৷ সেখানে থাকা প্রতিটা মানুষই এ যেন এক অন্য আমেরিকাকে সামনে থেকে দেখছেন ৷
অন্তরা দাস স্বামীর কর্মসূত্রে ফ্লোরিডার বাসিন্দা ৷ কলকাতায় থাকাকালীন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন,ছিলেন এক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপ্যালও ৷ তবে এখন আর ধরাবাঁধা কাজ করেন না অন্তরা ৷ এই মুহূর্তে সেখানেই এখন ছেলে-র সঙ্গে রয়েছেন তিনি ৷ পরিস্থিতি একেবারে অন্যরকম৷ বিদেশে থাকার অভ্যাস দীর্ঘদিনের কিন্তু এ কেমন ছবি ৷ শহরের দ্রুততম রাস্তাতেও তো একটাও গাড়ি নেই৷ আসলে মৃত্যুদূতের মারণ নৃত্য দেখতে দেখতে এবার জনতা এতটাই ভয় পেয়েছে যে খুব প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে পা রাখছেন না ৷
অফিসের কাজ থেকে স্কুলের পড়া সবকিছুই হচ্ছে অনলাইনে ৷ তবে এই লড়াইতে ইশ্বরের শক্তির ওপর আস্থাকেও বড় ভরসা মানেন অন্তরা ৷ বাঙালি বাড়িতে সকাল সন্ধ্যা দু বেলাই ছোট থেকে পুজো হতে দেখে বড় হয়ে ওঠা অন্তরা এখনও রোজ আরতি দেখেন ৷ তবে স্থানীয় মন্দির থেকে অনলাইনে যে আরতি সম্প্রচার হয় তাই দেখেন ৷ আসলে আস্থার সঙ্গে ভক্তি থেকে যে শক্তি তৈরি হয় তা যেকোনও বড় বড় লড়াইতে নিঃসন্দেহে বাড়তি শক্তি দেয় ৷ তাই অন্তরার লকডাউন পিরিয়ডের অবস্থা শেয়ারের ভিডিওতে উঠে এসেছে এই অনলাইনে ভিডিও দেখার কথা ৷
আসলে স্টে হোম স্টে সেফই এখন বাঁচার লড়াইয়ের একমাত্র মন্ত্র ৷ শুনে নিন ফ্লোরিডার বঙ্গললনার চোখে সেই লড়াইয়ের সত্যি কাহিনী৷
দেখে নিন ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Florida, USA