One Reliance Family: কোভিড আবহে কঠিন সময়ে কর্মীদের পাশে রিলায়েন্স, বিরাট ঘোষণা মুকেশ আম্বানির সংস্থার

Last Updated:

কোভিড আবহে সংস্থার কর্মীদের পাশে দাঁড়াতে The Reliance Family Support and Welfare Scheme ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷

মুম্বই: করোনা ঝড়ে জর্জরিত গোটা দেশ ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে বেশ কিছুটা কমলেও এখনও বিপদমুক্ত নয় এই দেশ ৷ ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক মাসে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষের মৃত্যুও হয়েছে ৷ লকডাউনে কাজ হারিয়ে বিপদে পড়েছেন অনেক মানুষই ৷ জীবন কী ভাবে চলবে, তা নিয়েই চিন্তায় দিন কাটছে আমজনতার ৷ এই অবস্থায় সংস্থার কর্মীদের সাহায্যে এগিয়ে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ কর্মীরাই সংস্থার কাছে সব কিছু ৷  তাঁদের খারাপ সময়ে পাশে দাঁড়াতে তাই বদ্ধপরিকর সংস্থা ৷ Employee Care  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কোভিড আবহে সংস্থার কর্মীদের পাশে দাঁড়াতে The Reliance Family Support and Welfare Scheme ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা ৷ যার উদ্দেশ্য হল-
১. কোভিডে মৃত্যু হওয়া সংস্থার কর্মীদের প্রত্যেক পরিবারকে আগামী ৫ বছরের জন্য তাঁরা শেষ যে বেতন পেতেন, সেটাই দেওয়া হবে ৷
২. করোনায় মৃত্যু হওয়া কর্মীদের ছেলেমেয়েকে পড়াশোনার ১০০ শতাংশ খরচ (টিউশন ফি), হোস্টেলে থাকার খরচ এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের যে কোনও স্কুল-কলেজে বইয়ের খরচ দেবে রিলায়েন্স ৷
advertisement
৩. কর্মীদের পরিবারের (স্ত্রী, স্বামী, বাবা-মা এবং ছেলেমেয়ে) প্রত্যেককেই হাসপাতালের ইনস্যুরেন্স কভারেজ বাবদ প্রিমিয়ামের ১০০ শতাংশ দেওয়া হবে ৷
advertisement
এর পাশাপাশি সংস্থার কর্মীরা নিজে অথবা তাঁদের পরিবার করোনায় আক্রান্ত হলে, তাঁরা প্রত্যেকেই ‘স্পেশাল কোভিড লিভ’ ব্যবহার করে ছুটি নিতে পারবেন ৷ শারীরিক এবং মানসিকভাবে এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোই সবার কর্তব্য বলে মনে করে রিলায়েন্স ৷ তাই করোনায় আক্রান্ত সংস্থার কর্মীরা এবং তাঁদের পরিবার যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, তার জন্য তাঁদের সবরকম সাহায্য করতে প্রস্তুত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷
advertisement
এর পাশাপাশি Family Support and Welfare Scheme for 'Off-Roll' Workforce -এর কথাও এদিন ঘোষণা করেছে সংস্থা ৷ কোভিডে মৃত্যু হওয়া সংস্থার সঙ্গে যুক্ত অফ-রোল কর্মীদের পরিবারের (Nominee) হাতেও ১০ লক্ষ টাকা সরাসরি তুলে দেওয়া হবে ৷ আর এই দায়িত্ব পুরোপুরি Reliance Foundation-এর ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
One Reliance Family: কোভিড আবহে কঠিন সময়ে কর্মীদের পাশে রিলায়েন্স, বিরাট ঘোষণা মুকেশ আম্বানির সংস্থার
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement