#মুম্বই: সারা দেশে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস ৷ মাঝে মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেলিব্রিটিরা এখনও পর্যন্ত ৷ এরই মধ্যে এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে আগামী ১০ অক্টোবার অভিনেত্রী উর্বশী ঢোলকিয়া করোনা ভাইরাসের বিরুদ্ধে ২৫ দিন লড়ে জয়ী হয়েছিলেন ৷ কিন্তু তিনি যে করোনা পজিটিভের খবর লুকিয়েছিলেন ৷ এর কারণ জানলে হয়রান হতেই হবে ৷ আসলে উর্বশী ঢোলকিয়া সংক্রমিত হয়েছেন এই তথ্যটি চেপে গিয়েছিলেন, কিন্তু যখন করোনা মুক্ত হয়েছেন তখনই সোশ্যাল মিডিয়ায় তথ্যটি জানিয়েছেন তিনি ৷
একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এমন করেছেন? কারণ মানুষ জানতে পারলে অযথা আতঙ্ক করবেন ৷ ভয় পাবেন, করোনা ঠিক হওয়ার পরেই বাড়ির বাইরে পা রেখেছেন ৷ তাঁর প্রথম থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল ৷ তিনি খুব সাবধানে বাড়ি থেকে বেরতেন ৷ শুধুমাত্র চুল কাটতে বাইরে বেরিয়েছিলেন ৷ তিনি ভেবেই পাচ্ছেন না এত সাবধান হওয়া সত্ত্বেও কী করে করোনা আক্রান্ত হলেন? তাঁর লড়াই আরও কঠিন ছিল কেননা আমার ৮৪ বছরের মা ও দুই ছেলে জন্য চিন্তা হত সব সময়েই ৷
উর্বশী জানিয়েছেন এখনও তাঁর মায়ের সামনে দাঁড়াতে বেশ ভয় পান তিনি ৷ করোনা আক্রান্ত হওয়ার পরে সবার ঘৃনার পাত্র হয়েছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus