UP Viral Video : ‘টিকা নিলে জ্বর আসবে'! ভ্যাকসিনের ভয়ে কোথায় লুকোলেন বৃদ্ধা? দেখুন যোগীরাজ্যের ভাইরাল ভিডিও...

Last Updated:

বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ব্যক্তিকে টিকা দেওয়ার (Vaccination) উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা (Health Department)। কিন্তু মহা বিপদে পড়লেন একটি বাড়িতে ঢুকে। টিকা নেওয়ার 'যোগ্য' অশীতিপর বৃদ্ধাকে (Old Woman) কিনা খুঁজেই পাওয়া যায় না!

জানা গিয়েছে টিকাকরণের জন্য বৃদ্ধা মহিলা হর দেবীর বাড়িতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক-সহ একদল স্বাস্থ্যকর্মী। কিন্তু বৃদ্ধার দাবি, 'ভ্যাকসিন নিলে শরীর খারাপ করবে, জ্বর আসবে।' তাই ভ্যাকসিন নেওয়ার ভয়েই তিনি বাড়িতে বড় ড্রামের পেছনে লুকিয়ে ছিলেন। অনেক বোঝানোর পর স্বাস্থ্যকর্মীরা তাঁকে খুঁজে বের করে ভ্যাকসিনেশন করান। সেই মুহূর্তের ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
উত্তরপরদেশে ইতিমধ্যেই ভয়াবহ আকার নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেই আবহে মানুষের সুরক্ষার্থে সরকারী তরফ থেকে টিকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবারও নতুন করে প্রথম জোনের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকার যোগ্য ব্যক্তিদের কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে। তবে সরকার টিকাকরণের দিকে জোর দিলেও, এখনও কিছু মানুষের মন থেকে ভ্যাকসিন আতঙ্ক কাটেনি।
advertisement
এদের অনেকের ধারণা, ভ্যাকসিন নিলে শরীর খারাপ করবে। আর তাই ভ্যাকসিন আতঙ্কের একের পর এক আজব ছবি দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। কিছুদিন আগেই এখানে একটি গ্রামের একদল গ্রামবাসীকে এক কোমর জলে নেমে থাকতে দেখা গিয়েছিল এই টিকার ভয়েই। তাঁদের অবশ্য দাবি ছিল, টিকতে রয়েছে বিষ, তাই টিকা নেওয়া একেবারেই ঠিক হবে না। টিকাকরণে জোর দেওয়ার পাশাপাশি তৃণমূল স্তরে মানুষের মনে টিকাকরণ নিয়ে ভুল ধারণা সরানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে যোগী আদিত্যনাথের।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
UP Viral Video : ‘টিকা নিলে জ্বর আসবে'! ভ্যাকসিনের ভয়ে কোথায় লুকোলেন বৃদ্ধা? দেখুন যোগীরাজ্যের ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement