অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে নেমে করোনায় আক্রান্ত বক্সার ! প্রশ্নের মুখে IOC

Last Updated:

প্রশ্ন উঠছে, করোনার জেরে বিশ্বের সব টুর্নামেন্ট যখন বন্ধ ৷ তখন অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের এই খেলা কেন চালিয়ে যাওয়া হল ? তাও আবার লন্ডনে !

#আঙ্কারা: অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের জন্য একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তুরস্কের এক বক্সার ৷ সেখানেই তিনি করোনায় আক্রান্ত হন বলে জানা গিয়েছে ৷ যার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উপর এখন বেজায় ক্ষেপে তুরস্কের বক্সিং ফেডারেশন ৷ কারণ যোগ্যতা অর্জন পর্বের খেলা হঠাৎ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় ৷ টুর্নামেন্ট চলার কথা ছিল ১১দিন ৷ কিন্তু প্রশ্ন হল, করোনার জেরে যেখানে বিশ্বের সব টুর্নামেন্ট এখন বন্ধ ৷ সেখানে গত ১৬ মার্চ গিয়ে আইওসি-র টনক নড়ল ? কেন আগেই বন্ধ করা হল না যোগ্যতা অর্জনকারি টুর্নামেন্ট ৷ তাও টুর্নামেন্ট যেখানে আবার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে ৷
আইওসি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিবৃতি দিয়ে আইওসির পক্ষে জানানো হয়েছে, ‘‘ভাইরাসের সংক্রমণের উৎস কোথায়, সেটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। ’’ মোট ৪০টি দেশের বক্সার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে নেমে করোনায় আক্রান্ত বক্সার ! প্রশ্নের মুখে IOC
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement