অলিম্পিক্সের পর থেকে রেকর্ড করোনার দৈনিক সংক্রমণ, ভয় মাথায় নিয়েই শুরু Tokyo Paralympics

Last Updated:

Tokyo Paralympics: অলিম্পিক গেমস আয়োজনের শুরু থেকে জাপানে করোনা পরিস্থিতি নাটকীয়ভাবে আরও খারাপ হয়েছে৷

#টোকিও: টোকিও প্যারালিম্পিক্স (Tokyo's Paralympic Games) মঙ্গলবার থেকে শুরু৷ করোনা অতিমারির জেরে এক বছর পিছিয়ে যাওয়া ইভেন্টেও একইরকম পারফরম্যান্স দিয়ে জাদু ছড়াতে চান অ্যাথলিটরা৷ এদিকে অলিম্পিক্সের সময়েও টোকিও-র ওপর ছিল করোনার ছায়া, এবার প্যারালিম্পিকের সময়েও সেই একই ভয়ের ছায়া রয়েই গেছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সরকারিভাবে উদ্বোধন এই বিশেষ স্পোর্টিং ইভেন্টের৷ জাপানের এম্পারর নারুহিতোতে ৬৮ হাজার সিট তাই খালি রেখেই হবে উদ্বোধন অনুষ্ঠান৷ এবারের এই মেগা ইভেন্টে অংশ নিচ্ছে ১৬২ দলের ৪,৪০০ জন অ্যাথলিট৷ এবারেও ঔজ্জ্বল্য ছড়াবেন জার্মানির বিশ্বরেকর্ডধারী লংজাম্পার মার্কাস রেহম- যাঁর নাম ব্লেড জাম্পার, হুইলচেয়ার টেনিস লেজেন্ড জাপানের সিনগো কুনেইদা৷
চিনে এবারের প্যারালিম্পিক্সেও সোনা জয় করে পদক তালিকার শীর্ষে থাকবে এমনটাই আশা৷ এথেন্সে ২০০৪ সাল থেকে শুরু হওয়া প্যারালিম্পিক্সে এই ছবিই দেখে এসেছে ক্রীড়া দুনিয়া৷ এবারে তাঁদের কাঁটায় কাঁটায় টক্কর দেবে জাপানের ২৫৪ জন অ্যাথলিট৷ করোনা অতিমারির জেরেই বাতিল হতে পারত এই পরিস্থিতি থেকে এক বছর বাদেও সেই করোনার ছায়াতেই আয়োজিত হচ্ছে ইভেন্ট৷ অলিম্পিক্স এবারেও টোকিওতে আয়োজন না হোক চেয়েছিল জাপানের মানুষ৷
advertisement
অলিম্পিক গেমস আয়োজনের শুরু থেকে জাপানে করোনা পরিস্থিতি নাটকীয়ভাবে আরও খারাপ হয়েছে৷ গত সপ্তাহে প্রতিদিন ২৫,০০০ বেশি করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে৷ যা তাদের দেশে রেকর্ড৷ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানে করোনা সংক্রমণ তুলনায় কম ছিল৷ এখনও অবধি সেই দেশে করোনা ভাইরাসের জেরে মারা গেছেন ১৫,৫০০ জন৷ ৷ যা বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় কম৷ এদিকে এখনও অবধি জাপানের মোট জনতার মাত্র ৪০ শতাংশ পুরোপুরি ভ্যাকসিন পেয়েছে৷ সেক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টে (Delta variant) দ্রুত ছড়িয়ে পড়ছে৷
advertisement
advertisement
জাপান দলের উপ প্রধান মিকি ম্যাথেসন বলেছেন একেবারে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে প্যারালিম্পিয়ানদের পারফর্ম করতে হবে,  যা তাঁরা এর আগে কখনই করেননি৷ তিনি বলেছেন, ‘‘অতিমারির জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন, কিন্তু ওঁরা ঔজ্জ্বল্য দেখাবেই৷’’
এবারের প্যারালিম্পিক্সে ২২ টি ইভেন্ট হবে৷ পাশাপাশি ব্যাডমিন্টন ও তাইকোন্ডো প্রথমবারের জন্য খেলা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অলিম্পিক্সের পর থেকে রেকর্ড করোনার দৈনিক সংক্রমণ, ভয় মাথায় নিয়েই শুরু Tokyo Paralympics
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement