করোনা রুখতে হোলি খেলবেন না মোদি, নিজেই জানালেন কারণ

Last Updated:

প্রধানমন্ত্রী একদিকে যখন সচেতনতার বার্তা দিচ্ছেন, অন্যদিকে ভারতে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়়েই চলেছে৷

#নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে এবার হোলি না খেলার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইট করে নিজেই একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ টুইটারে তিনি লিখেছেন, 'করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞরা বেশি মানুষকে এক জায়গায় জড়ো না হওয়ার পরামর্শ দিয়েছেন৷ সেই কারণেই এবছর আমি কোনও হোলি মিলনোৎসবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি৷'
প্রধানমন্ত্রী একদিকে যখন সচেতনতার বার্তা দিচ্ছেন, অন্যদিকে ভারতে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়়েই চলেছে৷ নয়াদিল্লিতে আইটিবিপি আইসোলেশন সেন্টারে যে ২১ জনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে ১৫ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে৷ এই ১৫ জনের মধ্যে অবশ্য ১৪ জনই ইতালির নাগরিক৷
সোমবারই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারগুলি একজোট হয়ে কাজ করছে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ ভারতে এখনও পর্যন্ত কোনও মৃত্যু না হলেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্কও৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা রুখতে হোলি খেলবেন না মোদি, নিজেই জানালেন কারণ
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement