ঋষির প্রয়াণে শোকাহত প্রেম চোপড়া, নীতু-রণবীরকে নিয়ে অবাক মন্তব্য অভিনেতার

Last Updated:

প্রেম চোপড়ার গলায় আফসোস, কেননা তিনি ঋষি কাপুরের শেষযাত্রায় যোগ দিতে পারেননি তাই

#মুম্বই: সম্প্রতি প্রয়াত হয়েছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ঋষি কাপুর ৷ মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা বলিউডে ৷ শেষবারের মত তাঁকে দেখতে পৌঁছে ছিলেন আত্মীয় স্বজন থেকে বন্ধুবান্ধবেরাও ৷ ইন্ডাস্ট্রির অন্য সেলিব্রিটিরাও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন ৷ ঋষি প্রয়াণে অন্যদের মত প্রেম চোপড়াও গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তিনি দুঃখ প্রকাশ করেছেন ঋষি কাপুরকে শেষ বিদায় জানাতে সশরীরে উপস্থিত হতে পারেননি বলে ৷ একইসঙ্গে তিনি নীতু সিং ও রণবীর কাপুরকে নিয়ে বলেছেন বিশেষ কথাও ৷
এক সপ্তাহ হয়ে গিয়েছে ঋষি কাপুর প্রয়াত হয়েছেন ৷ এখনও পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারছেনা যে ঋষি কাপুর আর নেই ৷ বেশ কয়েকজন সেলিব্রিটি ইতিমধ্যেই তাঁদের সঙ্গে ঋষি কাপুরের পুরনো ম্মৃতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ঋষি কাপুর প্রেম চোপড়াকে কাকা বলে সম্বোধন করতেন ৷ স্পটবয়কে দেওয়া এক সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করে প্রেম চোপড়া জানিয়েছেন 'লকডাউনের ফলে তিনি ঋষি কাপুরের শেষযাত্রায় যোগ দিতে পারেননি, এই কারণে প্রেম চোপড়া বেশ আফসোসও করছেন ৷' তিনি নীতু সিং-কে ফোন করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন রণবীর এই মুহূর্তে বেশ সাহসিকতার সঙ্গে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করছে ৷
advertisement
প্রেম চোপড়া মন খারাপ করেছেন কেননা টানা ২ বছর ধরে ঋষি কাপুর অসুস্থ ছিলেন, অমেরিকা থেকে ফিরে তাঁকে জানিয়েছিলেন ঋষির ক্যানসার হলেও চিন্তা করার কিছু নেই তিনি সুস্থ হয়ে উঠবেন ৷ ঋষি সম্পর্কে স্মৃতিচারণায় প্রেম চোপড়া জানিয়েছেন ঋষি কাপুরের মৃত্যু এক বড়সড় ক্ষতি, তাঁরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, বেশ সংবেদনশীল অভিনেতা ছিলেন, নিজের কাজ নিয়েই সর্বক্ষণ ভাবনা চিন্তা করতেন ঋষি কাপুর, ভাবতেন কীভাবে আরও উন্নতি করা যায় ৷ ঋষি কাপুর আজ প্রয়াত ঠিকই, তবে তাঁর অভিনয়ের জোরেই চিরকাল সবার হৃদয়ে বেঁচে থাকবেন ৷ এমনই বিশ্বাস অভিনেতা প্রেম চোপড়ার ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ঋষির প্রয়াণে শোকাহত প্রেম চোপড়া, নীতু-রণবীরকে নিয়ে অবাক মন্তব্য অভিনেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement