ঘরে ফেরার টান, নয় মাসের অন্তঃসত্ত্বা জীবনের ঝুঁকি নিয়েও ফিরছিলেন বাড়ি, রাস্তার ধারেই প্রসব
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
রাস্তার ধারে ফুটফুটে সন্তানের জন্ম দেন আসলিমা বিবি। দম্পতি সদ্যোজাতের নাম রাখেন কোভিড।
#জলপাইগুড়ি: নয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও বাড়ি ফেরার মরিয়া চেষ্টা। মাঝপথেই সন্তান প্রসব। বাবা-মা নবজাতকের নাম দেন কোভিড। মা ও সদ্যোজাতকে জলপাইগুড়ির বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসূতি ও সন্তান দুজনেই সুস্থ আছে।
লকডাউনে অসমের কোকরাঝাড়ে আটকে পড়েন একশো দশ শ্রমিক। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভাড়ারে টান পড়ে। বাধ্য হয়ে বাড়ির পথে রওনা। ট্রেলারে চেপে বিহারের উদ্দেশে রওনা দেন শ্রমিকরা। দলে ছিলেন এক অন্তঃসত্ত্বাও। ট্রেলারে হঠাৎই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। জলপাইগুড়ির গয়েরকাটায় এশিয়ান হাইওয়ে ৪৮-এ গাড়ি দাঁড় করান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যান আশা কর্মী, স্থানীয় মহিলারা। রাস্তার ধারে ফুটফুটে সন্তানের জন্ম দেন আসলিমা বিবি। দম্পতি সদ্যোজাতের নাম রাখেন কোভিড। ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। তাদের উদ্যোগে মা ও শিশুকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Location :
First Published :
May 11, 2020 7:09 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ঘরে ফেরার টান, নয় মাসের অন্তঃসত্ত্বা জীবনের ঝুঁকি নিয়েও ফিরছিলেন বাড়ি, রাস্তার ধারেই প্রসব