Joy Goswami : ভালো আছেন কবি, সুস্থ হয়ে বাড়ির পথে করোনা-জয়ী জয়!

Last Updated:

গত ১৬ মে করোনা আক্রান্ত (Corona Positive) হয়ে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয় কবি জয় গোস্বামীকে (Joy Goswami)। এদিন সকাল থেকেই প্রবল জ্বরে আক্রান্ত হন জয় গোস্বামী।

গত ১৬ মে করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয় কবি জয় গোস্বামীকে। এদিন সকাল থেকেই প্রবল জ্বরে আক্রান্ত হন জয় গোস্বামী। তার সঙ্গে বমিও হয় বার বার। সেই সঙ্গে ছিল পেটের সমস্যা। দুপুর থেকে ক্রমশ জ্বর বাড়তে থাকে। দুপুরেই করোনা পরীক্ষার জন্য হোম স্যাম্পেল পাঠানো হয় ল্যাবে। সন্ধ্যায় জ্বর বেড়ে দাঁড়ায় ১০৩-১০৪ ডিগ্রি ফারেনহাইট। দেরি না করে তাঁকে বেলেঘাটা আই ডি-তে নিয়ে যাওয়া হয়। সেদিন রাতেই। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রাতের দিকে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে কোভিড ওয়ার্ডে স্নানান্তরিত করা হয়। বেলেঘাটা আই ডি হাসপাতালে চিকিৎসক সায়ন্তন বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসক যোগীরাজ রায়ের চিকিৎসাধীন ছিলেন জয় গোস্বামী।
advertisement
শুধু জয় গোস্বামী নিজেই নন। অসুস্থ ছিলেন স্ত্রী কাবেরী গোস্বামীও। তাঁরও করোনার উপসর্গ ছিল। ঝুঁকি না নিয়ে তাঁকেও ভর্তি করা হয় হাসপাতালে। তবে এরপর তিনি খানিকটা সুস্থ থাকায় বাড়িতে ফিরিয়ে আনা হয় তাঁকে। কিন্তু হাসপাতালেই থাকতে হয়েছিল কবিকে। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল ছিল বলেই পরিবারের তরফে জানানো হয়। তবে ৬৬ বছরের কবির অসুস্থতায় অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ে। বিশেষত করোনা পরিস্থিতিতে একের পর এক বিশিষ্ট মানুষের আক্রান্ত হওয়ার খবরে কবির অনুরাগীরা বিচলিত হয়ে পড়েন।
advertisement
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় পর্যায়ে করোনার থাবা ক্রমশই চওড়া হচ্ছে দেশজুড়ে। বাংলাও ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন বাংলায় সাহিত্য জগতের মহীরূহসম কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃত্যুর আটদিন পর করোনার ছোবলেই প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ। কোভিড পরবর্তী শারীরিক জটিলতার শিকার হয়ে প্রয়াত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কোভিডের কোপে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠছেন প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। রাজ্যের করোনা সংক্রমণের পরিসংখ্যানও কিছুতা লাগামে আসছে বলেই মনে করছেন চিকিৎসক ও প্রশাসনিক কর্তারা। তবে কোনও দিকেই কোনও ঢিলেমি দেওয়ার পক্ষপাতি নন কেউ-ই।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Joy Goswami : ভালো আছেন কবি, সুস্থ হয়ে বাড়ির পথে করোনা-জয়ী জয়!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement