দেশে করোনা ভাইরাসের ৩০টি ভ্যাকসিনের উপর কাজ চলছে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেশে কোভিড ১৯ চিহ্নিত করার জন্য আরটি-পিসিআর ও অ্যান্টিবডি টেস্টিংয়ের জন্য দেশের রিসার্চ সংস্থা ও স্টার্ট আপে কাজ চলছে ৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব এখন একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ অধিকাংশ দেশ এখন করোনার ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কার করতে ব্যস্ত ৷ ভারতেও জোরকদমে চলছে এই কাজ ৷ দেশে কোভিড-১৯-এর ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া নিয়ে কোভিড-১৯ এর জন্য গঠিত টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে করোনার ভাইরাসের জন্য প্রায় ৩০টি ভ্যাকসিনের উপর কাজ চলছে ৷ এর মধ্যে বেশ কিছু শীঘ্রই ট্রায়াল স্টেজে পাঠানো হবে ৷
কোভিড-১৯ চিহ্নিত করার জন্য আরটি-পিসিআর ও অ্যান্টিবডি টেস্টিংয়ের জন্য দেশের রিসার্চ সংস্থা ও স্টার্ট আপে কাজ চলছে ৷ এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়েও জোর দিয়েছেন যে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য জোর কদমে কাজ চলছে ৷
মঙ্গলবার দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬৭১১ হয়ে গিয়েছে ৷ মৃত্যু হয়েছে ১৫৮৩ জনের ৷ তবে পাশাপাশি ১৩১৬১ জন কোভিড ১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৷
advertisement
advertisement
Indian vaccine companies have come across as innovators in early stage vaccine development research.Similarly,Indian academia&start-ups have also pioneered in this area. Over 30 Indian vaccines are in different stages of vaccine development,with few going on to trial stages: PMO https://t.co/mBJ9r5teuQ
— ANI (@ANI) May 5, 2020
advertisement
Location :
First Published :
May 05, 2020 11:27 PM IST