করোনা যুদ্ধে জিতবে ভারত? নির্ভর করছে এই ১৫টি শহরের উপর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই শহরগুলিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছে৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও ইতিমধ্যে দাবি করেছে, দেশের অন্তত আশিটি এমন জেলা রয়েছে, যেখানে গত সাত দিনে নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি৷ নীতি আয়োগ যে ১৫টি শহরে করোনা নিয়ন্ত্রণের উপরে জোর দিচ্ছে, তার মধ্যে রয়েছে উত্তর প্রদেশের আগ্রা, মধ্যপ্রদেশের ইনদওর, রাজস্থানের জোধপুর, জয়পুর, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, গুজরাতের আহমেদাবাদ, সুরাত, বরোদা, দিল্লি, মুম্বই, চেন্নাই, অন্ধ্রপ্রদেশের কুরনুল এবং মহারাষ্ট্রের ঠানে৷
advertisement
এই শহরগুলিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছে৷ নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্ত টুইটারে জানিয়েছেন, 'এই ১৫টি শহরে করোনা নিয়ন্ত্রণের কাজ সবথেকে কঠিন৷ ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধে জিতবে কিনা, তা অনেকটাই নির্ভর করছে এই ১৫টি শহরের পরিস্থিতির উপরে৷ আমাদের এই শহরগুলিতে কঠোর নজরদারি, কন্টেইনমেন্ট, পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে৷'
advertisement
Location :
First Published :
April 29, 2020 8:42 AM IST