তরুণ প্রজন্মকে চোখ রাঙাচ্ছে নয়া করোনা স্ট্রেন! জানুন কি ভাবে

Last Updated:

সম্প্রতি ইমপেরিয়াল কলেজ অফ লন্ডন-এর একটি অ্যানালিসিসের রিপোর্ট বলছে, ২০ বছরের কম যাঁদের বয়স, তাঁদের উপর ভাইরাসের এই নতুন স্ট্রেন প্রভাব ফেলবে বেশি।

#কলকাতা: করোনা সংক্রমণের জেরে গোটা বিশ্ব নাজেহাল প্রায় এক বছর যাবৎ। এরই মধ্যে আবার শুরু হয়েছে করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ, যা বিশেষত ব্রিটেনে বাড়িয়ে তুলেছে সংক্রমণের হার। অতিমারীর শুরু থেকেই বিজ্ঞানীরা ব্যস্ত ছিলেন এই ভাইরাস নিয়ে গবেষণায়। এ বার এই নতুন স্ট্রেন, নতুন করে চিন্তার ছাপ ফেলেছে তাঁদের মুখে। প্রথমে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, নয়া স্ট্রেন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লেও, ধীরে ধীরে এর ক্ষমতা কমবে। তবে সম্প্রতি ইমপেরিয়াল কলেজ অফ লন্ডন-এর একটি অ্যানালিসিসের রিপোর্ট বলছে, ২০ বছরের কম যাঁদের বয়স, তাঁদের উপর ভাইরাসের এই নতুন স্ট্রেন প্রভাব ফেলবে বেশি।
সংক্রমণের ক্ষেত্রে যদি এই বয়সের ছেলে-মেয়েদের উপর খুব বেশি প্রভাব না-ও পড়ে, মনে রাখতে হবে এই গোটা অতিমারীর সময় জুড়ে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরাই। স্কুল, কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার ফলে, স্বাভাবিক সামাজিক জীবন হারাচ্ছে শিশু এবং তরুণেরা। ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, গত বছরে প্রায় ৪৬০ মিলিয়ন শিশু বাড়ি থেকে ক্লাস করার সুযোগ পায়নি। তাঁদের পড়াশোনা, ভবিষ্যতের ক্ষেত্রে বিরাট ক্ষতি তো হয়েছেই, সঙ্গে বাড়ি থেকে না বেড়িয়ে শুরু হয়েছে বেশ কিছু শারীরিক সমস্যাও। শুধু তাই নয়, সংস্থার তথ্য অনুযায়ী, করোনার জেরে অন্যান্য স্বাস্থ্য পরিষেবা বন্ধ থাকায় মৃত্যু হয়েছে ৫ বছরের কম বয়সী, ২ মিলিয়ন শিশুর। করোনা সংক্রান্ত ক্ষতি নিয়ে আলোচনার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই তাই উঠে আসে নব প্রজন্মের কথা।
advertisement
করোনার সংক্রমনের হার কিছুটা কমতে শুরু করায়, খোলা হয়েছিল বেশ কিছু স্কুল। কিন্তু ফের এই নয়া স্ট্রেনের উপদ্রবে, বিশেষত ব্রিটেনে, স্কুল ফের বন্ধ করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। এ দিকে ভারতবর্ষে এখন এক-এক করে খোলা হচ্ছে স্কুল। তবে পুনরায় যেন ব্রিটেনের মতো সিদ্ধান্ত নিতে না হয়, মাথায় রাখতে হবে সে কথাও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
তরুণ প্রজন্মকে চোখ রাঙাচ্ছে নয়া করোনা স্ট্রেন! জানুন কি ভাবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement