নিজামুদ্দিন ফেরত জামাতিদের ওপর ছিল হক আই দিয়ে নজরদারি, করোনা যুদ্ধের সাফল্যের নাম ইরোদ

Last Updated:

সাফল্যের এই মডেল আশ্বস্ত করবে ,লড়া যায় মারণ ভাইরাসের বিরুদ্ধে

#চেন্নাই : তামিলনাড়ুর ইরোদ জেলায় নিজামউদ্দিন ফেরত করোনা ভাইরাস রোগী ছিল ৷ কিন্তু এখন সেই জেলার জন্য সুখবর এসেছে ৷ এখন সেটা অরেঞ্জ জোনে পরিণত হয়েছে ৷ কারণ গত দু সপ্তাহ ধরে সেখানে নতুন কোনও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি ৷
এবার তারা আস্তে আস্তে গ্রিন জোন হয়ে ওঠার পথে ৷ কারণ তারা যেখানে সংক্রমণ হয়েছে সেখানে প্রচণ্ড কড়াভাবে লক্ষ্য রেখেছে ৷ পাশাপাশি আইসোলেশনে স্ট্র্যাটেজিতেও তারা বাজিমাত করেছে ৷ ২৭ এপ্রিল এই জায়গা থেকে ৭০ জন রোগীকে রোগমুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে ৷
মার্চের মাঝামাঝি থেকে কড়া নিয়ন্ত্রণনীতি ব্যবহার করে তারা বিরলতম সাফল্যের পরিচয় দিয়েছে৷ এমন ভাবে সার্ভিউলেন্স করা হচ্ছে তাতে আমলা ও পুলিশ প্রধানদের কার্যকরিতা এই সাফল্যের দিন সামনে এনেছে ৷
advertisement
advertisement
নিউজ ১৮ কে দেওয়া ইরোদের জেলাশাসক কাথিরাভান জানিয়েছেন, তাদের জেলায় কোনও হোম কোয়ারেন্টাইনে অনুমতি দেওয়া হয়নি বরং তাদের সকলকে বিভিন্ন জায়গায় আলাদা করে রাখার ব্যবস্থা করেছে প্রশাসন ৷
পাশাপাশি জামাতিদের ক্ষেত্রে তবলিগি জামাতিদের যে সব জায়গায় ভিড় করেছিলেন সেই জায়গাগুলিতে আলাদা করে মনিটরিং জারি ছিল ৷ নিজেদের সব জেলাকে এই বিষয়ে সচেতন করে দিয়েছিলেন ৷
advertisement
‘আমরা নিজেদের জেলার লোকেদের অন্য জেলার লোকেদের থেকে আলাদা করে দিয়েছিলেন ৷ তাদের সবকিছুর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল ৷ তবলিগি জামাতে যোগ দিয়ে কারা ফিরেছেন আমরা জানতাম, তাদের সকলের করোনা সংক্রমণের লক্ষণ ছিল না ৷ তবুও জোর দিয়ে প্রচুর বেশি বেশি টেস্টিং হচ্ছিল ৷ তারপর তাদের গোষ্ঠী চিহ্নিতকরণ করা হয়েছিল ৷ আমরা ১৫০ জনকে তাদের পরিবারকে চিহ্নিত করেছিলাম৷ তাদের কোয়ারেন্টাইন করা হয়েছিল ৷ এভাবে গোষ্ঠী সংক্রমণ শুধু একটা জেলাতেই আটকে ছিল ৷ এখনও অবধি অন্তত ৪৫০০ থেকে ৫০০০ স্যাম্পল টেস্ট হয়েছিল তারমধ্যে ৭০ টি পজিটিভ কেস এসেছে ৷ ’
advertisement
যেই সংক্রমিত মানুষদের আইসোলেট করে দেওয়া হয়েছে তাতে অনেকটা সংক্রমণ রোধে সুবিধা হয়েছে ৷ জেলার সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে ৷ আর সংক্রমিত এলাকায় সকলে সুস্থ হয়ে উঠেছে ৷ ’
পাশাপাশি নজরদারির জন্য হক আইও ব্যবহার করেছে এই জেলা প্রশাসন ৷ যারা এই মুহূর্তে করোনা যুদ্ধের দারুণ মডেল ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নিজামুদ্দিন ফেরত জামাতিদের ওপর ছিল হক আই দিয়ে নজরদারি, করোনা যুদ্ধের সাফল্যের নাম ইরোদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement