#চেন্নাই : তামিলনাড়ুর ইরোদ জেলায় নিজামউদ্দিন ফেরত করোনা ভাইরাস রোগী ছিল ৷ কিন্তু এখন সেই জেলার জন্য সুখবর এসেছে ৷ এখন সেটা অরেঞ্জ জোনে পরিণত হয়েছে ৷ কারণ গত দু সপ্তাহ ধরে সেখানে নতুন কোনও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি ৷
এবার তারা আস্তে আস্তে গ্রিন জোন হয়ে ওঠার পথে ৷ কারণ তারা যেখানে সংক্রমণ হয়েছে সেখানে প্রচণ্ড কড়াভাবে লক্ষ্য রেখেছে ৷ পাশাপাশি আইসোলেশনে স্ট্র্যাটেজিতেও তারা বাজিমাত করেছে ৷ ২৭ এপ্রিল এই জায়গা থেকে ৭০ জন রোগীকে রোগমুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে ৷
মার্চের মাঝামাঝি থেকে কড়া নিয়ন্ত্রণনীতি ব্যবহার করে তারা বিরলতম সাফল্যের পরিচয় দিয়েছে৷ এমন ভাবে সার্ভিউলেন্স করা হচ্ছে তাতে আমলা ও পুলিশ প্রধানদের কার্যকরিতা এই সাফল্যের দিন সামনে এনেছে ৷
নিউজ ১৮ কে দেওয়া ইরোদের জেলাশাসক কাথিরাভান জানিয়েছেন, তাদের জেলায় কোনও হোম কোয়ারেন্টাইনে অনুমতি দেওয়া হয়নি বরং তাদের সকলকে বিভিন্ন জায়গায় আলাদা করে রাখার ব্যবস্থা করেছে প্রশাসন ৷
পাশাপাশি জামাতিদের ক্ষেত্রে তবলিগি জামাতিদের যে সব জায়গায় ভিড় করেছিলেন সেই জায়গাগুলিতে আলাদা করে মনিটরিং জারি ছিল ৷ নিজেদের সব জেলাকে এই বিষয়ে সচেতন করে দিয়েছিলেন ৷
‘আমরা নিজেদের জেলার লোকেদের অন্য জেলার লোকেদের থেকে আলাদা করে দিয়েছিলেন ৷ তাদের সবকিছুর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল ৷ তবলিগি জামাতে যোগ দিয়ে কারা ফিরেছেন আমরা জানতাম, তাদের সকলের করোনা সংক্রমণের লক্ষণ ছিল না ৷ তবুও জোর দিয়ে প্রচুর বেশি বেশি টেস্টিং হচ্ছিল ৷ তারপর তাদের গোষ্ঠী চিহ্নিতকরণ করা হয়েছিল ৷ আমরা ১৫০ জনকে তাদের পরিবারকে চিহ্নিত করেছিলাম৷ তাদের কোয়ারেন্টাইন করা হয়েছিল ৷ এভাবে গোষ্ঠী সংক্রমণ শুধু একটা জেলাতেই আটকে ছিল ৷ এখনও অবধি অন্তত ৪৫০০ থেকে ৫০০০ স্যাম্পল টেস্ট হয়েছিল তারমধ্যে ৭০ টি পজিটিভ কেস এসেছে ৷ ’
যেই সংক্রমিত মানুষদের আইসোলেট করে দেওয়া হয়েছে তাতে অনেকটা সংক্রমণ রোধে সুবিধা হয়েছে ৷ জেলার সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে ৷ আর সংক্রমিত এলাকায় সকলে সুস্থ হয়ে উঠেছে ৷ ’
পাশাপাশি নজরদারির জন্য হক আইও ব্যবহার করেছে এই জেলা প্রশাসন ৷ যারা এই মুহূর্তে করোনা যুদ্ধের দারুণ মডেল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Corona Virus Update, Coronavirus, Jamati, Nizamuddin