Narendra Modi: করোনায় অনাথ শিশুদের পড়াশোনার ভার নিল কেন্দ্র, ভবিষ্যতে মিলবে ১০ লক্ষ টাকা

Last Updated:

করোনার (Coronavirus) ধাক্কায় যারা অনাথ হয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে এ দিন একটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷

#দিল্লি: করোনায় বাবা মাকে হারিয়েছে অনেক শিশু এবং স্কুল পড়ুয়া৷ অনাথ হয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে তারা৷ এবার তাদের ভবিষ্যতের কথা মাথা রেখেই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে যাদের বাবা-মা মারা গিয়েছে, এমন অনাথ শিশু বা স্কুল পড়ুয়ারা যখন ১৮ বছরে পৌঁছবে তখন তাদের জন্য তৈরি থাকবে ১০ লক্ষ টাকার তহবিল৷ সেই টাকা থেকে তাদের উচ্চশিক্ষার জন্য় মাসিক ভাতার ব্যবস্থা করা হবে৷ আর ২৩ বছর বয়স হলে তারা এককালীন টাকা পাবে৷ এ দিন ট্যুইট করে কেন্দ্রের এই উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির আগের দিন এই ঘোষণা করা হল৷
করোনার ধাক্কায় যারা অনাথ হয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে এ দিন একটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সিদ্ধান্ত হয়েছে, অনাথ এই শিশু বা স্কুল পড়ুয়াদের জন্য ফিক্সড ডিপোজিট করা হবে৷ পিএম কেয়ার্স ফান্ড থেকেই এর জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে৷
ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'করোনায় অনেক শিশুই তাদের বাবা-মাকে হারিয়েছে৷ সরকার এই শিশুদের খেয়াল রাখবে, তাদের জন্য সম্মানজনক জীবনের পাশাপাশি ভবিষ্যতের জন্য সুযোগ তৈরি করে দেবে৷ পিএম কেয়ার্স তহবিল থেকে এই শিশুদের পড়াশোনা এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে৷'
advertisement
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, পিএম কেয়ার্স ফান্ডের অর্থ দিয়ে এই অনাথ শিশু এবং স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ একটি প্রকল্প শুরু করা হবে৷ যাতে এই শিশুরা ১৮ বছর বয়স হলেই উচ্চশিক্ষার জন্য প্রতি মাসে তারা ভাতা পাবে৷ আর ২৩ বছর বয়স হলে পেশাদারি প্রয়োজনে কাজে লাগানোর জন্য তারা এককালীন টাকা পাবে৷
advertisement
শুধু তাই নয়, এই শিশুদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থাও করা হবে৷ দশ বছরের নীচে যাদের বয়স তাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা হবে৷ অথবা বেসরকারি স্কুলে পড়লে যাবতীয় খরচ বহন করা হবে পিএম কেয়ার্স ফান্ড থেকেই৷ ১১ থেকে ১৮ বছর বয়সি যে স্কুল পড়ুয়ারা করোনায় নিজেদের বাবা-মাকে হারিয়েছে, তাদেরকেও কেন্দ্রীয় সরকারি আবাসিক স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা হবে৷ যদি দেখা যায় তারা পরিবারের অন্য সদস্যদের কাছে থাকতে চায়, সেক্ষেত্রে ওই পড়ুয়াদের বেসরকারি স্কুলে ভর্তির ব্যবস্থাও করা হবে৷
advertisement
এ ছাড়াও উচ্চশিক্ষার জন্য অনাথ এই শিশু বা স্কুল পড়ুয়াদের ঋণ পেতে সাহায্য করা হবে৷ ঋণের সুদও কেন্দ্রীয় সরকারই বহন করবে৷ প্রয়োজনে তাদের বৃত্তিও দেওয়া হবে৷ আয়ুষ্মান ভারত প্রকল্পে এই অনাথ শিশু বা কিশোর-কিশোরীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করবে কেন্দ্র৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi: করোনায় অনাথ শিশুদের পড়াশোনার ভার নিল কেন্দ্র, ভবিষ্যতে মিলবে ১০ লক্ষ টাকা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement