অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারে আপত্তি, বন্ধই রইল মথুরা- বৃন্দাবনের বহু মন্দির

Last Updated:

দেশের বিভিন্ন প্রান্তে সোমবার থেকে ধর্মীয় স্থানগুলি খুলতে শুরু করলেও মথুরা, বৃন্দাবনে দেখা গিয়েছে অন্য ছবি৷

দেশের বিভিন্ন প্রান্তে সোমবার থেকে ধর্মীয় স্থানগুলি খুলতে শুরু করলেও মথুরা, বৃন্দাবনে দেখা গিয়েছে অন্য ছবি৷ ইসকন, বাঁকে বিহারি, শ্রী রঙ্গনাথজি-র মতো মন্দিরগুলিতে গিয়ে ভক্তদের হতাশ হয়েই ফিরতে হয়েছে৷ গোবর্ধন মুকুট মুখঅরবিন্দ মন্দিরের পক্ষে গোবিন্দ পালওয়ান নামে এক ব্যক্তি বলেন, মন্দির ভিতরে অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আপত্তি রয়েছে তাঁদের৷ সেই কারণেই মন্দির খোলা হয়নি৷ তবে ভক্তদের কথা ভেবে মন্দিরের বাইরে এলইডি স্ক্রিন লাগিয়ে ভক্তদের দেবতার দর্শনের ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
বৃন্দাবনের ইসকন মন্দিরের মুখপাত্র সৌরভ দাস অবশ্য জানিয়েছেন, সব কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পর আগামী ১৫ জুনের পর মন্দির খোলা হবে৷ তবে প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণের আশ্বাস পাওয়ার পর শ্রীকৃষ্ণের জন্মস্থান সহ বেশ কয়েকটি মন্দির ফের খুলেছে৷ পুলিশ সুপার এ কে মীনা জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে৷ তাতে মন্দিরগুলিতে সামাজিক দূরত্বও বজায় রাখা যাবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ সুপার৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারে আপত্তি, বন্ধই রইল মথুরা- বৃন্দাবনের বহু মন্দির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement