করোনা আতঙ্কে কমেছে মুরগির মাংস বিক্রি ! তারই মধ্যে আন্দুলে রাস্তার ধার থেকে উদ্ধার প্রচুর মরা মুরগি  

Last Updated:

আন্দুল রোডের বকুলতলা বাজার এলাকায় রাস্তার ধারে পরে রয়েছে মরা মুরগি | এলাকায় আতঙ্ক !

#হাওড়া: করোনা গুজবে আগেই কমেছে মুরগি মাংস বিক্রি, তারই মধ্যে আরও আতঙ্ক ছড়াল আন্দুলের বকুলতলায় | আন্দুল রোডের বকুলতলা বাজার এলাকায় রাস্তার ধারে পরে রয়েছে মরা মুরগি | কম করে ৪০-৪৫ টি মরা মুরগি পরে থাকতে দেখে এলাকায় রীতি মতো আতঙ্ক সৃষ্টি হয় | এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোর বেলা রাস্তার ধারে ময়লা ফেলার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে মুরগি, তা ছিড়ে খাচ্ছে কাকে কুকুরে |
মরা মুরগি  কুকুর টানাটানি করে নিয়ে যাচ্ছে লোকালয়ে, সকাল সকাল বাজের এই দৃশ্য দেখে গুজবের আগুন তখন ছড়িয়েছে আন্দুল ছাড়িয়ে মৌড়িগ্রাম সহ দক্ষিণ হাওড়া জুড়ে | এলাকার মুরগি ব্যবসায়ীদের থেকে জানা যায় প্রতিদিন গাড়ি করে বাজারে খুচরো বিক্রেতাদের কাছে মুরগি সরবরাহ করতে হুগলি, মেদিনীপুর থেকে ব্যবসায়ীরা আসেন , সেই গাড়ি গুলোতেও কিছু মুরগি মরা থাকে, তবে তার পরিমান এতো নয় এবং সেই গুলিকে এই ভাবে ফেলেও দেওয়া হয়না | খবর পেয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে | স্থানীয় কিছু ব্যবসায়ীদের দাবি করোনা আতঙ্কে বেশ কয়েকদিন যাবৎ মুরগি বিক্রি অনেকটাই কমেছে,  খুচরো ব্যবসায়ীদের কাছে অনেক মাল জমতে শুরু করেছে, জমে তাহাকে মুরগির মৃত্যু হওয়ার কারণে সেই গুলিকে ফেলে দেওয়া হয়েছে| সরকার ও মুরগি বিক্রেতাদের তরফে মুরগি থেকে কোনও রকম করোনা ছড়াচ্ছে না এমন বিজ্ঞপ্তি দেওয়া হলেও মানুষের মন থেকে এই ভ্রান্ত ধারণা এখনো কাটেনি তারই মধ্যে রাস্তার ধরে মরা মুরগি পরে থাকায় সমস্যা আরও বাড়লো বলে দাবি ব্যবসায়ীদের |  অন্যদিকে মরা মুরগি থেকে কাক ও কুকুরের মাধ্যমে এলাকায় ছড়াচ্ছে দূষণ |
advertisement
DEBASHISH CHAKRABORTY 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আতঙ্কে কমেছে মুরগির মাংস বিক্রি ! তারই মধ্যে আন্দুলে রাস্তার ধার থেকে উদ্ধার প্রচুর মরা মুরগি  
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement