#কলকাতা: আনলক কালীঘাট৷ অবশেষে লকডাউেনর নিয়ম কিছুটা শিথিল হওয়ায় খুলছে কালীঘাট মন্দির৷ এতদিন পুরোপুরি বন্ধ ছিল মন্দির চত্বর৷ মন্দির সংলগ্ন দোকান-পাঠ ছিল বন্ধ৷ খাঁখাঁ করত গোটা কালীঘাট মন্দির এলাকা৷ তবে সেই চিত্রে বদল ঘটছে৷ ৩ মাস পর খুলছে কালীঘাট মন্দির৷
তবে মন্দির খুললেও আগের মতো ভিড় করা যাবে না৷ করোনার গাইডলাইন মানতে হবে পুণ্যার্থীদের৷ সময় এবং লোক সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে৷ মন্দিরের ভিতর সোশ্যাল ডিসট্যান্স মানা হবে৷ সেভাবেই দাগ কেটে দেওয়া হয়েছে৷ সেই লাইন মেনেই মন্দিরে ঢুকবেন ভক্তরা৷ দর্শন করতে পারবেন মা কে৷
দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। বাইরের গেটের সামনে যেমন স্যানিটাইজেশন চ্যানেল থাকছে , মূল গেট পার করেও থাকছে আরও একটি স্যানিটাইজেশন চ্যানেল। দর্শনার্থীরা ফুল বা মালা নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করার সময় দর্শনার্থীদের থার্মাল গান নিয়ে পরীক্ষার পাশাপাশি বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজেশন। মন্দির কর্তৃপক্ষের তরফে ভক্তদের দেওয়া যাবে না কোনও টিপ বা চরণামৃত। পুজো না দেওয়া গেলেও দর্শনের জন্য অন্তত মন্দির খোলায় খুশি ভক্তরা।
তবে মন্দিরের গর্ভগৃহে ঢোকার নিয়ম নেই এই মুহূর্তে৷ সেক্ষেত্রে দূর থেকেই হবে মায়ের দর্শন৷ একসঙ্গে ১০জনের বেশি ভক্ত ভিতরে ঢুকতে পারবেন না৷ মন্দির খোলার সময়ও বেঁধে দেওয়া হয়েছে৷ সকাল ৬টা থেকে ১২ পর্যন্ত খোলা থাকবে মন্দির৷ আবার বিকেল ৪টে থেকে সন্ধে ৬ পর্যন্ত দর্শন করা যাবে মায়ের৷ অর্থাৎ এই সময়ের মধ্যেই মন্দিরে ঢোকা যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalighat temple