জনতা কার্ফুতে খাঁ খাঁ করছে বর্ধমানের কার্জনগেট, স্বেচ্ছায় গৃহবন্দি শহরবাসী

Last Updated:

রবিবার স্বেচ্ছায় গৃহবন্দি থাকার সিদ্ধান্ত নিয়েছেন বর্ধমানের মানুষরা

#বর্ধমান: জনতা কার্ফুর জেরে শুনশান বর্ধমান। রাস্তাঘাট কার্যত জন শূন্য। বেসরকারি বাস পথে নামেনি। দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বর্ধমান ধর্মতলা বা বর্ধমান করুণাময়ী বাস চলাচল করলেও তাতে কোনও যাত্রী নেই। বন্ধ দোকান পাট। বন্ধ বিভিন্ন সবজি বাজারও। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রবিবার ছুটির দিন ঘরেই কাটালেন বর্ধমান শহরের বাসিন্দারা। জেলা প্রশাসন জানিয়েছে, এখন যত বেশি সময় জন বিচ্ছিন্ন থাকা জরুরি। জ্বর এলে চিকিৎসকের পরামর্শ নিন।
বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্ত্বর। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে এই এলাকা। সকাল থেকেই সেই কার্জন গেট চত্ত্বর শুনশান। শহরের বাসিন্দারা তো নয়ই, দেখা মেলেনি ট্রাফিক পুলিশেরও। যান চলাচল করেনি বললেই চলে। শহরের পাঁচ হাজারেরও বেশি টোটোর কোনওটিই রাস্তায় নামেনি এদিন।বি সি রোডের দু পাশে সার দিয়ে দোকান। নানান সামগ্রীর পসরা। সব দোকানই বন্ধ থাকলো এদিন। বন্ধ রইল বর্ধমানের বেশিরভাগ পেট্রল পাম্পও।
advertisement
জনতা কার্ফু বর্ধমানে ৷ জনতা কার্ফু বর্ধমানে ৷
advertisement
বর্ধমানে বাজার বসেনি এদিন। বর্ধমানের স্টেশন বাজার, রানিগঞ্জ বাজার, তেঁতুল তলা বাজার, নীলপুর বাজার, পুলিশ লাইন বাজার, কালনা গেট বাজার রবিবার ভিড়ে ঠাসা থাকে। এদিন সেইসব বাজারে ক্রেতা বিক্রেতা কারও দেখা মেলেনি। বাসিন্দারা বলছেন, বর্ধমান শহরে বিদেশ থেকে এসে হোম কোয়ারান্টিনে আছেন পঞ্চাশ জন। প্রায় দেড় হাজার পুরুষ মহিলা হোম কোয়ারান্টিনে আছেন। তাই বাসিন্দারা যথেষ্ট উদ্বেগে। এই শহরেও করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে ভেবেই বাড়তি সতর্ক তারা। সেই কারনেই সরকারের পরামর্শ মেনে এই দিনটা সকলেই হোম কোয়ারান্টিনে থাকাই শ্রেয় বলে মনে করছেন।
advertisement
রবিবার স্বেচ্ছায় গৃহবন্দি থাকবেন - সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বর্ধমানের বাসিন্দারা। শনিবারের মধ্যেই  প্রয়োজনের টুকিটাকি, সবজি মুদিখানা বাজার সেড়ে ফেলেছিলেন তারা। রবিবার সকলে বাড়িতে কাটালেন সপরিবারে। অনেকে বলছেন, এর ফলে বাড়িতে থাকার অভ্যাস তৈরি হবে। করোনা সংক্রমণ ঠেকানোর সুফল মিলবে এতে।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
জনতা কার্ফুতে খাঁ খাঁ করছে বর্ধমানের কার্জনগেট, স্বেচ্ছায় গৃহবন্দি শহরবাসী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement