৫ মাস পর ঘরে ফিরলেন জলঙ্গির মৎসজীবী ! বাংলাদেশে আটকে ছিলেন তিনি !
- Published by:Piya Banerjee
Last Updated:
করোনা আতঙ্কের মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া জলঙ্গির কাগমারি চরের মণ্ডল পরিবারে।
#জলঙ্গি: করোনা আতঙ্কের মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া জলঙ্গির কাগমারি চরের মণ্ডল পরিবারে। পাঁচ মাস সতেরো দিন পর ঘরের ছেলে প্রণব মন্ডল ঘরে ফেরায় স্বস্তি নেমে আসে বৃদ্ধা মা ও স্ত্রী ও সন্তানদের মধ্যে। গত ১৭ ই অক্টোবর এলাকার মৎসজীবীদের সঙ্গে ইলিশ মাছ ধরতে পদ্মায় নেমেছিলেন প্রণব মন্ডল। বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছেন বলে বাংলাদেশের সীমান্ত বাহিনী সঙ্গে এদেশে বিএসএফের গোলাগুলি চলে ও এক বিএসএফ কর্মী নিহত হন। প্রণব মণ্ডলকে গ্রেফতার করে বাংলাদেশের সীমান্ত বাহিনী। এরপরই বাংলাদেশের রাজশাহীতে তার জেল হয়। তারপর দুই দেশের মধ্যে দিয়ে কূটনৈতিক টানাপোড়েন চলে। অভাবী মন্ডল পরিবারে পরিবারের রোজগেরে লোক ভিনদেশে জেলবন্দি হয়ে থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয় প্রণব মন্ডল স্ত্রী রেখা মণ্ডল কে।
যদিও পুলিশ সুপার থেকে প্রশাসনের ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাড়ি ফিরে প্রণব মণ্ডল বলেন, বাংলাদেশের এক ব্যক্তি আমার সঙ্গেই জেলবন্দি ছিল। তার কাছেই আমাকে মুক্ত করার জন্য কাতর আবেদন জানাই। তার চেষ্টাতেই জামিন পাই আমি। এরপরই সেই ব্যক্তির চেষ্টাতেই ট্রলারে করে আমাকে দেশে ফিরিয়ে দেয়। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে তার দেশে ফেরা হয়েছে কিনা সে ব্যাপারে মুখ খোলেননি প্রণব। বিএসএফ এ ব্যাপারে কিছু বলেনি। স্ত্রী রেখা মন্ডল বলেন, সকলের হাত পায়ে ধরেছি, স্বামীকে ফিরিয়ে আনার জন্য। ও বাড়ি ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তি পেলাম।
advertisement
PRANAB KUMAR BANERJEE
advertisement
Location :
First Published :
March 26, 2020 12:13 AM IST