লকডাউনের অচেনা ছকে বাঙালি

Last Updated:

আগামী সাত দিন কী ভাবে দিন গুজরান হবে, তা নিয়েই কপালে ভাঁজ পড়েছে আপামর বাঙালির।

#কলকাতা: বাঙালি জীবনে ডায়মন্ড রিং, উল্কাবৃষ্টি, এ সব আগেই এসেছে। কিন্তু এ রকম 'লকডাউন', কখনও দেখেনি বাঙালি। তাই, প্রাথমিক ভাবে ছুটি পাওয়ার আনন্দ থাকলেও, আগামী সাত দিন কী ভাবে দিন গুজরান হবে, তা নিয়েই কপালে ভাঁজ পড়েছে আপামর বাঙালির। রবিবার জনতা কারফিউয়ে ঘর থেকে বেরনো যায়নি। তার পরে দোকানপাট খোলেনি। এই অবস্থায় গতকাল, সোমবার সকাল থেকেই 'লকডাউনের' সময়কার রসদ জোগাড় করতে গিয়ে মাথায় হাত কলকাতাবাসীর। কোথাও বেজায় লাইন, কোথাও বা কালোবাজারিদের থাবা। এর মধ্যেই দিনভর চেষ্টা চালিয়ে অন্তত কিছু রসদ জোগাড়ের চেষ্টা চালিয়ে গিয়েছেন সবাই।
গড়িয়ার বাসিন্দা সঙ্গীতা দে বলেন, "প্রয়োজনীয় ওষুধ এবং যে সব খাবার সহজে নষ্ট হবে না, সে সব আমরা অনেকটা করে কিনে রেখেছি। স্টেশনারি জিনিসপত্রও কিনে রাখা হয়েছে। কারণ, এ ক'দিন বাড়ি থেকে বেরনোর কোনও প্রশ্নই ওঠে না।" সঙ্গীতার স্বামী পার্থ দে-র মতে, "অফিস বাড়ি থেকে কাজ করতে বলেছে কিন্তু তাতে অনেক অসুবিধেও হচ্ছে। বাচ্চারা কাজের সময়ে চলে আসছে। ইন্টারনেট কানেকশন নিয়েও নানা সমস্যা হচ্ছে।" সঙ্গীতা ও পার্থর ছেলে ঋধানের অবশ্য খুবই মন খারাপ। কারণ, সে স্কুলে যেতে পারছে না। বন্ধুবান্ধবদের সঙ্গে খেলতেও পারছে না। ওর কথায়, "স্কুলে মজা অনেক বেশি। তা-ও কোনও রকমে ছবি এঁকে, অন্যান্য কাজ করে সময় কাটাচ্ছি।"
advertisement
মনোবিদ রঞ্জন ঘোষ মানছেন, এ সময়ে বাচ্চাদের ভুলিয়ে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, "এ সময়ে বাচ্চাদের আরও বেশি করে সময় দিতে হবে। দাদু-দিদাদের সঙ্গে সময় কাটাতে দিতে হবে। শরীরচর্চার উপরেও জোর দিতে হবে। আবার মুখোমুখি বসে গল্প করে সময় কাটাতে হবে।"
advertisement
বাঘাযতীনের বাসিন্দা সম্রাট মৌলিক বলেন, "আমরা আগে থাকতেই 'লকডাউনের' মতো পরিস্থিতি হতে পারে, এমনটা আন্দাজ করেছিলাম। তাই কিছুটা বাজার করাই ছিল। এই রোগকে আটকাতে এ ছাড়া তো কোনও উপায়ও নেই। আমরা তাই এটাকে সমর্থনই করছি।" সম্রাটের স্ত্রী ব্রততী বলেন, "যতটা সম্ভব বাড়ি থেকে না বেরনোর চেষ্টা করছি। বাচ্চাকে সময় দেওয়া এবং ওর যত্ন নেওয়ার চেষ্টা করছি।"
advertisement
Shalini Datta
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের অচেনা ছকে বাঙালি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement