AIIMS Guidelines : কীকরে চিনবেন Black Fungus? এইমস থেকে জারি হল নয়া নির্দেশিকা...

Last Updated:

নয়া গাইডলাইন জারি করেছে এইমস (AIIMS, Delhi)। কীকরে চিনবেন এই ছত্রাক (Black Fungus)। উপসর্গ কী কী ? তার উপশম হবে কীভাবে এই নিয়েই বিস্তারিত জানানো হয়েছে এই নির্দেশিকায় (Guideline)।

কীকরে চিনবেন ব্ল্যাক ফাঙ্গাস?
ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে এইমসের গাইডলাইন বলছে, এই রোগীর শিকার রোগীদের
    advertisement
  • নাক থেকে রক্তের জমাট অংশ বের হতে দেখা যায়।
  • নাক বন্ধ থাকা, চোখে যন্ত্রণা ও মাথার যন্ত্রণা দেখা যায়।
  • চোখের চারপাশে ফোলাভাব থাকে। দুটি করে ভিশন আসে চোখে।
  • চোখ লাল হয়, চোখ বন্ধ করতে সমস্যা হয়।
  • advertisement
  • এমন অবস্থায় মুখ অসাড় হতে শুরু করে। কোনও কিছু চিবোতে বা মুখ খুলতে সমস্যা হবে।
  • দাঁত পড়তে থাকা উপসর্গ!
    এইমসের দেওয়া গাইডলাইন বলছে,
    • করোনার জেরে দাঁত পড়তে থাকাও একটি উপসর্গ।
    • মুখের ভিতর ফুলে ওঠা, প্যালেটে, বা দাঁত পড়ে যাওয়া ব্ল্যাক ফাঙ্গাসের একটি লক্ষণ।
    • উপসর্গ দেখলেই কী কী করণীয়?
      advertisement
      •  ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গের মতো কোনও উপসর্গ শরীরে দেখলেই ইএনটি চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে এইমস।
      • নিত্যদিন নিজের ব্লাডসুগার লেভেল মাপা উচিত।
      • এইমসের চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ দেখলে নিজে থেকে কোনও ওষুধ খাওয়া ঠিক হবে না।
      • তবে কোনও গুরুতর রোগের ওষুধ যদি চলতে থাকে, তাহলে তা চলতে দেওয়া ভালো।
      • advertisement
      • চিকিৎসকের পরামর্শ নিয়ে সিটিস্ক্যান করানো যেতে পারে।
      • করোনা অতিমারীর পর এবার আরও এক মহামারী হাজির দেশে। ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আখ্যা দিয়ে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারী আইনের আওতায় এনে কাজ করতে হবে। অর্থাৎ এবার ব্ল্যাক ফাঙ্গাসও মহামারী হিসেবে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে লিখিত বিবৃতি দিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
        view comments
        বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
        AIIMS Guidelines : কীকরে চিনবেন Black Fungus? এইমস থেকে জারি হল নয়া নির্দেশিকা...
        Next Article
        advertisement
        Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
        বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
        • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

        • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

        • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

        VIEW MORE
        advertisement
        advertisement