দেশের সরকারি খরচের কাজকর্ম স্বাভাবিকভাবে হবে, জানিয়ে দিলেন নির্মলা সীতারমন
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
কিন্তু দেশজোড়া লকডাউনের ফলে এই কাজ চালিয়ে নিয়ে যাওয়া অসুবিধা
নয়া দিল্লি: দেশ এক লকডাউন অবস্থায় আটকে পড়েছে। আর সেই অবস্থায় আটকে গিয়েছে সমস্ত কাজকর্ম। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজকর্ম যাতে বন্ধ না হয়ে যায়, তাই ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘সরকারের খরচের কর্মসূচি বন্ধ করা হবে না। স্বাভাবিক নিয়মেই যেভাবে কাজ করা হত, সেভাবে হবে। সরকার স্বাভাবিক খরচ করতে থাকবে। করোনার আতঙ্কে এখন পৃথিবী জুড়ে একটা অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। দেশেও তার প্রভার পড়েছে। কিন্তু সরকারি উন্নয়নের কাজে সেসবের প্রভাব পড়লে একেবারেই চলবে না। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে উন্নয়নের কাজে সরকার যেভাবে খরচ করছিল, সেভাবেই খরচ করবে।’
The @FinMinIndia ensures uninterrupted and smooth functioning of the Government Expenditure system during the containment period of COVID-19 by declaring Govt. Expenditure system to be an essential service, thereby ordering all offices connected with the payment functions (1/2) pic.twitter.com/Qi4mnEJiOI
— NSitharamanOffice (@nsitharamanoffc) March 23, 2020
advertisement
কিন্তু দেশজোড়া লকডাউনের ফলে এই কাজ চালিয়ে নিয়ে যাওয়া অসুবিধা। তাই এই সরকারি খরচের কাজটিকে বলা অত্যাবশকীয় বলেও ঘোষণা করেছে কেন্দ্র। করোনা ভাইরাস আতঙ্কের মাঝে যাতে সরকারি কাজে কোনও সমস্যা না হয়, তাই এই টাকা পয়সার লেনদেন চালু রাখার কথা বলা হয়েছে। সরকারি টাকা দেওয়ার যে বিষয়টি আছে, সেটিও এক্ষেত্রে চালু থাকবে।
advertisement
Location :
First Published :
March 23, 2020 9:35 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেশের সরকারি খরচের কাজকর্ম স্বাভাবিকভাবে হবে, জানিয়ে দিলেন নির্মলা সীতারমন