টিকার জোগান নেই, আজ থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্ব সবাইকে ফ্রি ভ্যাকসিন নয়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আপাতত শুধুমাত্র ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা সুপারস্প্রেডার, তাঁদেরকেই টিকা দেওয়া হবে (Free Covid 19 Vaccination)৷
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের হাতে ১৩ থেকে ১৪ লক্ষ টিকার ডোজ রয়েছে৷ প্রতিদিন গড়ে ২ থেকে ৩ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছে৷ মাছ, সব্জি বিক্রেতা, স্বাস্থ্য দফতরের কর্মীদের পরিবার, দোকানের কর্মীর মতো যাঁদের সংক্রামিত হওয়ার আশঙ্কা বেশি এবং যাঁদের থেকে সংক্রমণ আরও ছড়াতে পারে, এই মুূহূর্তে অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদেরকেই টিকা দেওয়া হবে৷
advertisement
যদিও রাজ্যের এই সিদ্ধান্তে অখুশি বেশ কয়েকটি চিকিৎসক সংগঠন৷ চিকিৎসকদের সংগঠন ডোপা-র পক্ষে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার বার দাবি করা হচ্ছে গোটা দেশে ৩০ কোটির বেশি টিকা বিতরণ করা হয়েছে৷ কিন্তু প্রথম থেকেই টিকার জোগানে ঘাটতির অভিযোগ তুলছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ আর যুক্তিতে সিলমোহর দিতেই ১৮ ঊর্ধ্বদের গণটিকাকরণ শুরু করা হচ্ছে না৷ এতে সংক্রমণের আশঙ্কা বাড়বে৷'
advertisement
advertisement
Avijit Chanda
view commentsLocation :
First Published :
June 21, 2021 1:09 PM IST

