৩ দিনের লড়াই শেষ, মারণ ভাইরাস করোনার বলি এবার পাক ক্রিকেটার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া
#ইসলামাবাদ: প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে তিনদিন ধরে হাসপাতালে মরণ-বাঁচন লড়াই করলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত মারণ ভাইরাসের থাকা থেকে ৫০ বছরের জাফর সরফরাজকে বাঁচাতে ব্যর্থ চিকিৎসকরা ৷ কোভিড ১৯ -র শিকার হয়ে মৃত্যু হল তাঁর ৷ পেশোয়ার হাসপাতালে ভর্তি থাকার তিনদিনের মাথায় আইসিইউতে মৃত্যু হল তাঁর ৷
advertisement
এই প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেটার পাকিস্তানে করোনা ভাইরাসের মারণ সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেলেন ৷ ১৯৮৮ সালে গায়ে অভিষেক ঘটেছিল তাঁর ৷ ১৫ টি প্রথম শ্রেণীর ম্যাচে তাঁর রান ৬১৬৷ তিনি পেশোয়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতেন ৷
advertisement
১৯৯৪ সালে অবসর নেওয়ার আগে ৬ টি একদিনের ম্যাচে ৯৬ রান করেছিলেন ৷ এরপর তিনি পেশোয়ারের অনুর্ধ্ব ১৯ দলের কোচিং করিয়েছিলেন ২০০০-র মাঝামাঝি অবধি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আখতার শরফরাজের ভাই তিনি ৷
advertisement
Photo- Collectedএর ঠিক দশমাস আগে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল আখতার শরফরাজের ৷ পাকিস্তানের পেশোর খাইবার পাখতুন প্রদেশের অংশ ৷ সারা দেশে ৫৫০০ জন আক্রান্তের ৭৪৪ জন এই শহরেই আক্রান্ত পাকিস্তানে কোভিড ১৯ এ৷
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জন এখানে মারা গেছেন ৷
advertisement
Location :
First Published :
April 14, 2020 12:55 PM IST

