করোনা আক্রান্ত প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, সস্ত্রীক আইসোলেশনে...

Last Updated:

অতীনবাবু জানাচ্ছেন তাঁর শরীরে মৃদু সংক্রমণ রয়েছে। তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রসঙ্গত, অতীনবাবুর স্ত্রীও করোনায় আক্রান্ত।

#কলকাতা: এবার করোনা আক্রান্ত হলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
বৃহস্পতিবার ফেসবুকে তিনি নিজের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। হালকা জ্বর রয়েছে তাঁর। সূত্রের খবর, পুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন অতীন ঘোষ।
এ দিন ফেসবুকে নিজের আক্রান্ত হওয়ার খবর জানান অতীনবাবু। তিনি লেখেন, "আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে। কয়েক মাস ধরে আমাদের শহরের কোভিড লড়াইয়ে অংশ নিয়ে প্রথম সারিতে থেকে এবং যথাযথ স্ব-সতর্কতা ব্যবস্থা গ্রহণ করার পরে আমি গতকাল কোভিড পজিটিভ হয়েছি।"
advertisement
advertisement
অতীনবাবু জানাচ্ছেন তাঁর শরীরে মৃদু সংক্রমণ রয়েছে। তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রসঙ্গত, অতীনবাবুর স্ত্রীও করোনায় আক্রান্ত।
অতীন ঘোষ ফেসবুকে লিখেছেন, "আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে হালকা লক্ষণ সত্ত্বেও, স্বাস্থ্যসম্মতভাবে আমরা পুরোপুরি সুস্থ বোধ করছি। আমার কোয়ারেন্টাইন সময় শেষ হয়ে গেলে, আমি আবার কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি। আমি আবারও কলকাতা কর্পোরেশনের পক্ষে সামনের লাইন থেকে নতুন শক্তি, উদ্যোগ এবং উদ্যমের সাথে লড়াই করব।"
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, সস্ত্রীক আইসোলেশনে...
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement