Fake Vaccination : 'টিকা জালিয়াতির পিছনেও কি অনুপ্রেরণা?', প্রশ্ন বাবুলের! সুর চড়ালেন লকেটও

Last Updated:

কসবা কাণ্ডে (Fake Vaccination) প্রধান বিরোধী দল বিজেপি (BJP) পেয়েছে সমালোচনার নতুন হাতিয়ার। একের পর এক তোপ দেগেছেন বিজেপি নেতারা। এবার এই ঘটনা নিয়ে তৃণমূলের নেতা-‌মন্ত্রীদের কাঠগড়ায় তুললেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

তৃণমূলের নেতা মন্ত্রীদের সঙ্গে অভিযুক্ত ভুয়ো আই এ এস দেবাঞ্জন দেবের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বাবুল সুপ্রিয়ের  (Babul Supriyo) মন্তব্য, 'তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলে এই কেলেঙ্কারি ঘটানোর সাহস পেতেন না অভিযুক্ত। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তিনি।'
একটি ট্যুইটার পোস্ট করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর পোস্টে বাবুল লেখেন, 'ভুয়ো আইএএস (IAS) সেজে কসবায় ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব'এর সাথে এরা কারা ?? একটু ভাল করে দেখুন তো চিনতে পারছেন কিনা !! ??এতো বড় জালিয়াতির পিছনেও কি সেই 'অনুপ্রেরণা' কাজ করছে?!!! এটা তো হিমশৈলের চূড়া মাত্র! এর পিছনে রাঘব বোয়ালদের মদত না থাকলে এই জালিয়াতি অসম্ভব না।’‌
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, বাবুলের মতোই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সুরেই রাজ্য সরকারের কাছে ভ্যাকসিন নিয়ে শ্বেতপত্রের দাবি তুলেছেন লকেট। তাঁর কথায়, 'কত ভ্যাকসিন এ রাজ্যে এসেছে, তার সংখ্যা জানাক রাজ্য সরকার'।
শুক্রবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে কালা দিবসের অবস্থান ধরনায় যোগ দিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে সরব হয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘‌এত মানুষকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাঁদের জীবন নিয়ে খেলা হয়েছে। এই টিকা নিয়ে যদি কারোর কিছু হয়, তাহলে তার দায়িত্ব সরকার নেবে?‌'
advertisement
তিনি দাবি করেন, ‘‌আমরা আরটিআই করে জানব যে, সরকারের কাছে কত ভ্যাকসিন এসেছে। কোন সেন্টারে কত ভ্যাকসিন দেওয়া হয়েছে। স্টকে কত রয়েছে। এই বিষয় শ্বেতপত্র প্রকাশ করুক সরকার।’‌ তাঁর আরও দাবি, 'ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে। এত বড় ভ্যাকসিন কেলেঙ্কারির পিছনে আর কে কে জড়িয়ে রয়েছেন, তা অবিলম্বে খুঁজে বার করা দরকার। তাছাড়া ভ্যাকসিনের শিশির ভিতর বিষ ঢোকানো হচ্ছে কিনা, তাও তদন্ত করে দেখা উচিত।’‌
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Fake Vaccination : 'টিকা জালিয়াতির পিছনেও কি অনুপ্রেরণা?', প্রশ্ন বাবুলের! সুর চড়ালেন লকেটও
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement