সমর্থকদের অভিবাদন জানাতে হঠাত্‍ হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন করোনা আক্রান্ত ট্রাম্প!

Last Updated:

করোনা নিয়েই ট্রাম্প একটি এসইউভি-তে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন৷

#ওয়াশিংটন: হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউস সূত্রে খবর, ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্পের শারীরিক অবস্থার ক্ষেত্রে৷ আজ অর্থাত্‍ সোমবার হঠাত্‍ সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন করোনা আক্রান্ত ট্রাম্প৷ ইতিমধ্যেই করোনায় ২ লক্ষ ৯ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে৷ এ হেন পরিস্থিতিতে খোদ প্রেসিডেন্টের এই আচরণে মাথায় হাত সোশ্যাল মিডিয়ার৷ স্তম্ভিত বিশ্ব৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ট্রাম্পের শরীরে অক্সিজেনের মাত্রা কমছে৷ তাঁকে স্টেরয়েড দিতে হয়েছে৷ স্টেরয়েড খুব বাড়াবাড়ডি না হলে সাধারণত দেওয়া হয় না৷ একই সঙ্গে ডাক্তাররা এও জানিয়েছেন, চিকিত্‍সায় ভালই সাড়া দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁকে সম্ভবত সোমবারই ছেড়ে দেওয়া হবে৷
করোনা নিয়েই ট্রাম্প একটি এসইউভি-তে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন৷ তাঁর সঙ্গে আরও দু জন ব্যক্তি ছিলেন৷ যে দু জন গাড়িতে ছিলেন ট্রাম্পের সঙ্গে, তাঁরা সিক্রেট সার্ভিস এজেন্সির স্টাফ৷ খামোখা একজন করোনা আক্রান্তের সঙ্গে একই কাচ-বদ্ধ গাড়িতে বেরিয়ে পড়ায়, ঝুঁকির মুখে পড়লেন তাঁরাও৷
advertisement
advertisement
করোনা অতিমারির শুরু থেকেই ট্রাম্প করোনাকে ভুয়ো বলে দাবি করেছেন বারবার৷ করোনা পজিটিভ হওয়ার কয়েক দিন আগে এই সে দিনও ট্রাম্পের বক্তব্য ছিল, ভার্চুয়ালি করোনা কারওর উপরেই প্রভাব ফেলেনি৷ মাস্ক পরার বিরোধী ছিলেন তিনি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বারবার সতর্কতা সত্ত্বেও ট্রাম্প ও সবে আমল দেননি৷
advertisement
ওয়ালটার রিড সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন ট্রাম্প৷ সেই হাসপাতালের ডাক্তার ও ট্রাম্পের প্রবল সমালোচক জেমস পি ফিলিপস-এর কথায়, 'এটা পাগলামি৷ ওই এসইউভি-তে থাকা প্রতিটি ব্যক্তিকে (ড্রাইভার সহ) স্রেফ প্রেসিডেন্টের পাগলামির জন্য জীবনের ঝুঁকি নিতে হল৷ ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এ বার৷ ট্রাম্পের রাজনৈতিক নাটকের জন্য ওঁদের জীবন বিপন্ন হল৷'
advertisement
যদিও হোয়াইট হাউসের এক মুখপাত্রের দাবি, হাসপাতালের অনুমতি নিয়ে, ডাক্তারদের অনুমতি নিয়ে বেরিয়েছিলেন প্রেসিডেন্ট৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সমর্থকদের অভিবাদন জানাতে হঠাত্‍ হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন করোনা আক্রান্ত ট্রাম্প!
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement