সমর্থকদের অভিবাদন জানাতে হঠাত্ হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন করোনা আক্রান্ত ট্রাম্প!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
করোনা নিয়েই ট্রাম্প একটি এসইউভি-তে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন৷
#ওয়াশিংটন: হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউস সূত্রে খবর, ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্পের শারীরিক অবস্থার ক্ষেত্রে৷ আজ অর্থাত্ সোমবার হঠাত্ সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন করোনা আক্রান্ত ট্রাম্প৷ ইতিমধ্যেই করোনায় ২ লক্ষ ৯ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে৷ এ হেন পরিস্থিতিতে খোদ প্রেসিডেন্টের এই আচরণে মাথায় হাত সোশ্যাল মিডিয়ার৷ স্তম্ভিত বিশ্ব৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ট্রাম্পের শরীরে অক্সিজেনের মাত্রা কমছে৷ তাঁকে স্টেরয়েড দিতে হয়েছে৷ স্টেরয়েড খুব বাড়াবাড়ডি না হলে সাধারণত দেওয়া হয় না৷ একই সঙ্গে ডাক্তাররা এও জানিয়েছেন, চিকিত্সায় ভালই সাড়া দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁকে সম্ভবত সোমবারই ছেড়ে দেওয়া হবে৷
করোনা নিয়েই ট্রাম্প একটি এসইউভি-তে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন৷ তাঁর সঙ্গে আরও দু জন ব্যক্তি ছিলেন৷ যে দু জন গাড়িতে ছিলেন ট্রাম্পের সঙ্গে, তাঁরা সিক্রেট সার্ভিস এজেন্সির স্টাফ৷ খামোখা একজন করোনা আক্রান্তের সঙ্গে একই কাচ-বদ্ধ গাড়িতে বেরিয়ে পড়ায়, ঝুঁকির মুখে পড়লেন তাঁরাও৷
advertisement
advertisement
করোনা অতিমারির শুরু থেকেই ট্রাম্প করোনাকে ভুয়ো বলে দাবি করেছেন বারবার৷ করোনা পজিটিভ হওয়ার কয়েক দিন আগে এই সে দিনও ট্রাম্পের বক্তব্য ছিল, ভার্চুয়ালি করোনা কারওর উপরেই প্রভাব ফেলেনি৷ মাস্ক পরার বিরোধী ছিলেন তিনি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বারবার সতর্কতা সত্ত্বেও ট্রাম্প ও সবে আমল দেননি৷
Infected Trump ignores CDC advice and takes a joyride to wave at unmasked non-socially distanced Trump loyalists, potentially exposing several Secret Service agents to #COVID19.
Trump loyalist screams: “God bless our president, I will die for him!!”pic.twitter.com/0Z084dCkhy — Anonymous (@YourAnonCentral) October 4, 2020
advertisement
ওয়ালটার রিড সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন ট্রাম্প৷ সেই হাসপাতালের ডাক্তার ও ট্রাম্পের প্রবল সমালোচক জেমস পি ফিলিপস-এর কথায়, 'এটা পাগলামি৷ ওই এসইউভি-তে থাকা প্রতিটি ব্যক্তিকে (ড্রাইভার সহ) স্রেফ প্রেসিডেন্টের পাগলামির জন্য জীবনের ঝুঁকি নিতে হল৷ ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এ বার৷ ট্রাম্পের রাজনৈতিক নাটকের জন্য ওঁদের জীবন বিপন্ন হল৷'
advertisement
যদিও হোয়াইট হাউসের এক মুখপাত্রের দাবি, হাসপাতালের অনুমতি নিয়ে, ডাক্তারদের অনুমতি নিয়ে বেরিয়েছিলেন প্রেসিডেন্ট৷
Location :
First Published :
October 05, 2020 2:04 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সমর্থকদের অভিবাদন জানাতে হঠাত্ হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন করোনা আক্রান্ত ট্রাম্প!