ভারতের অবস্থা দেখে বাবা-র জন্য প্রচণ্ড ভয় পেয়ে ছিল ওয়ার্নারের মেয়েরা, বোমা স্ত্রী-র

Last Updated:

ভারতের করোনা পরিস্থিতি এবার বোমা ফাটালেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস...

#মেলবোর্ন:  অস্ট্রেলিয়ার ধামাকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার  (David Warner) সদ্য সদ্যই মালদ্বীপ হয়ে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে পেরেছেন৷ ভারতে করোনা ভাইরাস সংক্রমণের হার দ্বিতীয় ঢেউয়ে প্রবল বৃদ্ধি পাওয়ায় আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যায়৷ কিন্তু ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করে দিয়েছিল অস্ট্রেলিয়া৷ ফলে সরাসরি ভারত থেকে দেশে ফিরে যেতে পারেননি তিনি৷
এদিকে দেশে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবার৷ ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস পরিষ্কার করে এক মারাত্মক সত্যি সামনে এনেছেন৷ তিনি জানিয়েছেন যতক্ষণ না তাঁর স্বামী বাড়ি ফিরছেন ততক্ষণ শান্তিতে ছিলেন  না৷ ওয়ার্নারের স্ত্রী৷ অস্ট্রেলিয়ার একটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানিয়েছেন ভারতে করোনা কালে তৈরি হওয়া পরিস্থিতি তিনি শুরুতেই বুঝে গিয়েছিলেন৷ তাঁর মেয়েরাও সেটা বুঝতে পেরে গিয়েছিল এবং বাবাকে নিয়ে নানা প্রশ্ন করত৷
advertisement
ক্যান্ডিস ওয়ার্নার  (Candice Warner)দ্য মর্নিং শ্যো-তে কথা বলার সময় জানিয়েছেন সেই সময়টা খুবই কঠিন ছিল৷ আমার মেয়েরা বুঝতে পারছিল৷ এখন তাঁরা বড় হয়ে গেছে তারা সবকিছু বুঝতে ও অনুভব করতে পারে৷ খবরে নিয়মিত সেই সব খবর আসছিল৷ তারা বাবা ডেভিড ওয়ার্নারকে নিয়ে প্রশ্ন করছিল৷ আমাদের জন্য সে সময় খুব খারাপ ছিল৷
advertisement
advertisement
ক্যান্ডিস আরও বলেছেন, ডেভিড ওয়ার্নার নিজের সন্তানদের খুব কাছের৷ তাদের হাসাতে থাকেন, ওদের সঙ্গে খেলেন৷ তার মেয়েরা বাবা-র জন্য অপেক্ষা করছিল৷ অস্ট্রেলিয়াতে ফেরার পরেও সিডনিতে ১৪ দিনের আইসোলেশনে কাটিয়েছিলেন ওয়ার্নার৷
আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করেছিল বিসিসিআই৷ সমস্ত ক্রিকেটাররাই মালদ্বীপ হয়ে দেশে ফেরেন৷
ডেভিড ওয়ার্নার আইপিএলে একেবারেই ভালো খেলেননি৷ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বও ছেড়ে দিতে হয় তাকে৷  তার ব্যাট-বল হাতে পারফরম্যান্স খুব খারাপ ছিল৷ পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও উঠেছিল প্রশ্ন৷ তাঁর হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় কেন উইলিয়ামসনের হাতে৷  তবে দেশে সাবধানে ফিরে গেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভারতের অবস্থা দেখে বাবা-র জন্য প্রচণ্ড ভয় পেয়ে ছিল ওয়ার্নারের মেয়েরা, বোমা স্ত্রী-র
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement