হোম /খবর /বিনোদন /
করোনাকে সামান্য ফ্লু বলে বিপাকে কঙ্গনা, পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

Kangana Ranaut Instagram: করোনাকে সামান্য ফ্লু বলে বিপাকে কঙ্গনা, পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

Kangana Ranaut

Kangana Ranaut

তবে এরপরও তিনি (Kangana Ranaut Instagram) থেকে থাকেননি৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ট্যুইটার থেকে আগেও সাসপেন্ড হয়েছিল (Kangana Ranaut Suspended from Twitter) কঙ্গনার অ্যাকাউন্ট৷ এবার ইনস্টাগ্রাম (Kangana corona post deleted from Instagram) থেকে সরানো হল তাঁর পোস্ট৷ এবং এই পোস্টটি ছিল করোনা নিয়ে৷ করোনা আক্রান্ত হওয়ায় সেই তথ্য সকলের সামনে তুলে ধরেন কঙ্গনা৷ সেখানে তিনি তাঁর শারীরিক সমস্যাগুলির কথা বলতে গিয়ে জানান যে এই করোনা একটি (Coronavirus Simple Flu) সাধারণ ফ্লু মাত্র৷ যাকে তিনি ধ্বংস করবেন৷ করোনাকে সাধারণ ফ্লুয়ের সঙ্গে তুলনায় শুরু হয় বিতর্ক৷ যদিও বিতর্ক ও কঙ্গনা সমার্থক চিরকালই৷ তবে তাঁর এই ধরণের মন্তব্য ইনস্টাগ্রামের মাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে পড়তেই মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হয় সকলের মনে৷ কারণ যেভাবে প্রতিদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ও করোনার বলি হচ্ছেন হাজার হাজার মানুষ, সেখানে করোনাকে সাধারণ ফ্লু আখ্যা দিয়ে কঙ্গনা এই গুরু সমস্যাকে লঘু করার চেষ্টা করেছেন৷ সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়৷ এরপর তড়িঘড়ি তাঁর এই পোস্টটি মুছে ফেলে ইনস্টাগ্রাম৷

তবে এরপরও তিনি (Kangana Ranaut) থেকে থাকেননি৷ তাঁর পোস্ট ইনস্টাগ্রাম মুছে দেওয়ার পর তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন যে, "ইনস্টাগ্রাম আমার পোস্ট ডিলিট করেছে৷ আমি করোনাকে ধ্বংস করব বলায় কেউ কেউ খুব আহত হয়েছেন! জঙ্গি সমর্থক এবং বাম মনোভাব মানুষ তো রয়েছেন, এখন দেখছি কোভিড ফ্যান ক্লাবও তৈরি হয়েছে৷ তাদের প্রতিবাদে পোস্ট মুছে ফেলা হয়েছে৷ ইনস্টাতে ২ দিন হয়েছে, কিন্তু মনে হচ্ছে না এক সপ্তাহের বেশি টিকে থাকতে পারব৷"

সেই পোস্টে কঙ্গনা লিখেছিলেন যে,"আমি নিজেকে কোয়ারেন্টাইন (Kangana in quarantine) করে নিয়েছি৷ কোনও ধারণা নেই যে এই ভাইরাস কীভাবে আমার শরীর জুড়ে পার্টি করছে! তিনি আরও লেখেন যে, আমার খুব দুর্বল ও ক্লান্ত লাগছিল৷ চোখেও হাল্কা জ্বালা করছিল৷ হিমাচলে ফেরার কথা ছিল৷ তাই গতকাল করোনা পরীক্ষা করলাম৷ আজই রিপোর্ট পজিটিভ এল৷ তবে এই করোনাভাইরাস সাধারণ ফ্লু মাত্র৷ একে আমি ধ্বংস করব৷"

আগে তাঁকে ট্যুইটার থেকে সাসপেন্ড করা হয়েছে৷ মূলত বিদ্বেষমূলক পোস্ট এবং সাধারণ মানুষের মধ্যে হিংসা ছড়ানোর অভিযোগে ওঠে তাঁর একের পর এক ট্যুইটে৷ তিনি বিজেপির হয়ে কথা বলেন এবং বিজেপি বিরোধী কোনও দল বা ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায়৷ এমন অভিযোগ বারবার উঠছিল কঙ্গনার বিরুদ্ধে৷ শেষে বাংলায় বিজেপির হার ও তৃণমূলের জয় নিয়েও কুরুচিকর মন্তব্য করেন তিনি৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেন ট্যুইটারে৷ জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তাঁর প্রভাব রয়েছে জনমানসে৷ তাই এমন উস্কানিমূলক পোস্টে সমস্যা তৈরি হতে পারে৷ সেই থেকেই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়৷

Published by:Pooja Basu
First published:

Tags: COVID19, Instagram, Kangana Ranaut