Kangana Ranaut Instagram: করোনাকে সামান্য ফ্লু বলে বিপাকে কঙ্গনা, পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

Last Updated:

তবে এরপরও তিনি (Kangana Ranaut Instagram) থেকে থাকেননি৷

Kangana Ranaut
Kangana Ranaut
#মুম্বই: ট্যুইটার থেকে আগেও সাসপেন্ড হয়েছিল (Kangana Ranaut Suspended from Twitter) কঙ্গনার অ্যাকাউন্ট৷ এবার ইনস্টাগ্রাম (Kangana corona post deleted from Instagram) থেকে সরানো হল তাঁর পোস্ট৷ এবং এই পোস্টটি ছিল করোনা নিয়ে৷ করোনা আক্রান্ত হওয়ায় সেই তথ্য সকলের সামনে তুলে ধরেন কঙ্গনা৷ সেখানে তিনি তাঁর শারীরিক সমস্যাগুলির কথা বলতে গিয়ে জানান যে এই করোনা একটি (Coronavirus Simple Flu) সাধারণ ফ্লু মাত্র৷ যাকে তিনি ধ্বংস করবেন৷ করোনাকে সাধারণ ফ্লুয়ের সঙ্গে তুলনায় শুরু হয় বিতর্ক৷ যদিও বিতর্ক ও কঙ্গনা সমার্থক চিরকালই৷ তবে তাঁর এই ধরণের মন্তব্য ইনস্টাগ্রামের মাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে পড়তেই মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হয় সকলের মনে৷ কারণ যেভাবে প্রতিদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ও করোনার বলি হচ্ছেন হাজার হাজার মানুষ, সেখানে করোনাকে সাধারণ ফ্লু আখ্যা দিয়ে কঙ্গনা এই গুরু সমস্যাকে লঘু করার চেষ্টা করেছেন৷ সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়৷ এরপর তড়িঘড়ি তাঁর এই পোস্টটি মুছে ফেলে ইনস্টাগ্রাম৷
তবে এরপরও তিনি (Kangana Ranaut) থেকে থাকেননি৷ তাঁর পোস্ট ইনস্টাগ্রাম মুছে দেওয়ার পর তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন যে, "ইনস্টাগ্রাম আমার পোস্ট ডিলিট করেছে৷ আমি করোনাকে ধ্বংস করব বলায় কেউ কেউ খুব আহত হয়েছেন! জঙ্গি সমর্থক এবং বাম মনোভাব মানুষ তো রয়েছেন, এখন দেখছি কোভিড ফ্যান ক্লাবও তৈরি হয়েছে৷ তাদের প্রতিবাদে পোস্ট মুছে ফেলা হয়েছে৷ ইনস্টাতে ২ দিন হয়েছে, কিন্তু মনে হচ্ছে না এক সপ্তাহের বেশি টিকে থাকতে পারব৷"
advertisement
সেই পোস্টে কঙ্গনা লিখেছিলেন যে,"আমি নিজেকে কোয়ারেন্টাইন (Kangana in quarantine) করে নিয়েছি৷ কোনও ধারণা নেই যে এই ভাইরাস কীভাবে আমার শরীর জুড়ে পার্টি করছে! তিনি আরও লেখেন যে, আমার খুব দুর্বল ও ক্লান্ত লাগছিল৷ চোখেও হাল্কা জ্বালা করছিল৷ হিমাচলে ফেরার কথা ছিল৷ তাই গতকাল করোনা পরীক্ষা করলাম৷ আজই রিপোর্ট পজিটিভ এল৷ তবে এই করোনাভাইরাস সাধারণ ফ্লু মাত্র৷ একে আমি ধ্বংস করব৷"
advertisement
advertisement
আগে তাঁকে ট্যুইটার থেকে সাসপেন্ড করা হয়েছে৷ মূলত বিদ্বেষমূলক পোস্ট এবং সাধারণ মানুষের মধ্যে হিংসা ছড়ানোর অভিযোগে ওঠে তাঁর একের পর এক ট্যুইটে৷ তিনি বিজেপির হয়ে কথা বলেন এবং বিজেপি বিরোধী কোনও দল বা ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায়৷ এমন অভিযোগ বারবার উঠছিল কঙ্গনার বিরুদ্ধে৷ শেষে বাংলায় বিজেপির হার ও তৃণমূলের জয় নিয়েও কুরুচিকর মন্তব্য করেন তিনি৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেন ট্যুইটারে৷ জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তাঁর প্রভাব রয়েছে জনমানসে৷ তাই এমন উস্কানিমূলক পোস্টে সমস্যা তৈরি হতে পারে৷ সেই থেকেই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Kangana Ranaut Instagram: করোনাকে সামান্য ফ্লু বলে বিপাকে কঙ্গনা, পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement