Corona Strain Delta: ভারতে পাওয়া করোনার ডেল্টা স্ট্রেইনই সবচেয়ে সংক্রামক ও প্রাণঘাতী: কেন্দ্র

Last Updated:

ভারতে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের প্রজাতি (Coronavirus Variant) ডেল্টা স্ট্রেইনই (Delta Strain) সবচেয়ে ভয়ানক ও উদ্বেগের।

#নয়াদিল্লি: ভারতে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের প্রজাতি (Coronavirus Variant) ডেল্টা স্ট্রেইনই (Delta Strain) সবচেয়ে ভয়ানক ও উদ্বেগের। এটি অসম্ভব সংক্রামক ও দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। দেশে (India Covid-19) করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের (Coronavirus 2nd Wave) ভয়াবহতার জন্য এই স্ট্রেইনই দায়ী। শুক্রবার কেন্দ্রীয় সরকারের গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় জানা গিয়েছে, ভারতীয় আলফা স্ট্রেইনের তুলনায় ডেল্টা স্ট্রেইন প্রায় ৫০ শতাংশ বেশি ছোঁয়াচে। যদিও করোনায় মৃত্যুর জন্য এই স্ট্রেইনই একমাত্র দায়ী কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি বিশেষজ্ঞরা।
করোনার ওই প্রজাতিটির নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে। তারই একটি রূপ এটি। গত মাসে এই প্রজাতির তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসাবে চিহ্নিত করেছিল হু (WHO)। তবে মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে হু-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুটি ততটা বিপজ্জনক নয়। তবে বি.১.৬১৭.২ নিয়ে উদ্বেগ রয়েছে। অতিমারির খবর নিয়ে প্রতি সপ্তাহে বিবৃতি দেয় হু। তাতেই তারা বলেছে, 'এটা নিশ্চিত যে, এই প্রকারভেদটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এটি জনস্বাস্থ্যকে বড় রকমের ঝুঁকির মুখে ফেলতে পারে'।
advertisement
ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য করোনার এই ট্রিপল মিউট্যান্ট প্রজাতি বি.১.৬১৭কেই দায়ী করা হয়েছিল। ভাইরাসের এই বিশেয প্রজাতিটির নামকরণ নিয়ে কিছু দিন আগেই আপত্তি তুলেছিল ভারত। ভাইরাসটিকে 'করোনার ভারতীয় প্রজাতি' বলে উল্লেখ করাই ছিল অসন্তোষের কারণ। সম্প্রতি বি.১.৬১৭ প্রজাতিটিকে কোভিড-১৯ এর ডেল্টা প্রজাতি বলে নামকরণ করেছে হু।
advertisement
কেন্দ্রের এই গবেষণায় উঠে এসেছে এই ডেল্টা প্রজাতি দেশের বেশিরভাগ রাজ্যেই পাওয়া গিয়েছে। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা ও তেলঙ্গানা, যেখানে করোনার দ্বিতীয় ঢেউ সবচেয়ে বেশি মারাত্মক রূপ নিয়েছে, সেখানে ডেল্টা প্রজাতির করোনাভাইরাস মিলেছে। প্রায় ২৯ হাজার কোভিড নমুনা নিয়ে এই পরীক্ষা করা হয়েছে দেশে। ৮,৯০০ নমুনাতেই মিলেছে বি.১.৬১৭ স্ট্রেইন। ১০০০ নমুনা পরীক্ষার সময়ই ডেল্টা বি.১.৬১৭ ভাইরাস মিলেছে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Strain Delta: ভারতে পাওয়া করোনার ডেল্টা স্ট্রেইনই সবচেয়ে সংক্রামক ও প্রাণঘাতী: কেন্দ্র
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement