কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ভারতে ৬২৪ জন চিকিৎসকের মৃত্যু, সর্বাধিক দিল্লিতে!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চিকিৎসক মৃত্যুর তালিকায় শীর্ষে দিল্লি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিহার (৯৬) এবং তৃতীয় স্থানে উত্তর প্রদেশ (৭৯)।
নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা কমলেও এখনও পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি ৷ কোভিডের এই দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসকদের মৃত্যুর সংখ্যাও অনেক ৷ আর যার মধ্যে সবচেয়ে বেশি রাজধানী দিল্লিতে ৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) তরফে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত দেশজুড়ে ৬২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে শুধুমাত্র দিল্লিতেই মৃত্যু হয়েছে ১০৯ জন ডাক্তারের ৷
মাস চারেক হবে, দেশে নতুন করে থাবা বসিয়েছে করোনা ৷ আর এই মারণ ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশই ৷ আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর নিরিখে মহারাষ্ট্র দেশের বাকি রাজ্যগুলির থেকে এগিয়ে থাকলেও সংক্রমণের সংখ্যায় অন্য রাজ্যগুলিও কিছু কম নয় ৷ বিশেষ করে রাজধানী দিল্লি ৷ যেখানে গত দু’মাসে করোনার ভয়াবহ পরিস্থিতি দেখে ফেলেছে গোটা বিশ্বই ৷ মহারাষ্ট্রে করোনায় ডাক্তারদের মৃত্যুর সংখ্যা তুলনায় কম ৷ এখনও পর্যন্ত মাত্র ২৩ জন চিকিৎসকর ওই রাজ্যে প্রাণ হারিয়েছেন কোভিডে ৷
advertisement
চিকিৎসক মৃত্যুর তালিকায় শীর্ষে দিল্লি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিহার (৯৬) এবং তৃতীয় স্থানে উত্তর প্রদেশ (৭৯)। রাজস্থানে মারা গিয়েছেন ৩৯ জন চিকিৎসক। ঝাড়খণ্ডে ৩৪ জন। বাংলায় কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন চিকিৎসক।
advertisement
Location :
First Published :
June 04, 2021 10:47 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ভারতে ৬২৪ জন চিকিৎসকের মৃত্যু, সর্বাধিক দিল্লিতে!

