Coronavirus In India: ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে, টিকাকরণও চলছে জোরকদমে!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এর আগে গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল।
নয়াদিল্লি: পুজোর আগেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ৷ এই আশঙ্কার মধ্যেই মঙ্গলবার একটা স্বস্তির খবর ৷ দেশে দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নীচে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন ৷ পাশাপাশি সুস্থ হয়েছেন ৮১,৮৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১,১৬৭ জনের ৷
India reports 42,640 new #COVID19 cases (lowest in 91 days), 81,839 discharges & 1,167 deaths in last 24 hours as per Union Health Ministry
Total cases: 2,99,77,861 Total discharges: 2,89,26,038 Death toll: 3,89,302 Active cases: 6,62,521 Total Vaccination: 28,87,66,201 pic.twitter.com/xyFVIvvIEt — ANI (@ANI) June 22, 2021
advertisement
advertisement
এর আগে গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তার পর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লক্ষে পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্নমুখী ভারতে ৷ এখনও পর্যন্ত করোনা অতিমারিতে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬,৬২,৫২১ জন ৷
advertisement
#Unite2FightCorona#LargestVaccineDrive
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/N3ddMzTI7u pic.twitter.com/IkST5O7oUW — Ministry of Health (@MoHFW_INDIA) June 22, 2021
দেশে টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩ জন। একদিনে কোভিড টিকা পাওয়ার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
view commentsLocation :
First Published :
June 22, 2021 10:34 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus In India: ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে, টিকাকরণও চলছে জোরকদমে!

