Corona Update: গত ৩৮ দিনের মধ্যে সবচেয়ে কম! করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার

Last Updated:

এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল দেশে । আমেরিকা ও ব্রাজিলের পরেই করোনায় মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত ।

#নয়াদিল্লি: প্রতিদিনই একটু একটু করে কমছে সংক্রমণ । আশার আলো দেখছে দেশবাসী । এ মাসের গোড়ার দিকে সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছিল । প্রায় ৪ লাখ ছুঁইছুঁই হযেছিল দৈনিক সংক্রমণ । তবে এখন দ্রুত হারে টিকাকরণ ও লকডাউনের ফলে কিছুটা হলেও বাঁধ দেওয়া সম্ভব হয়েছে সেই সংক্রমণে ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১৫ জন । যা গত ৩৮ দিনের মধ্যে সবচেয়ে কম । এ নিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন করোনায় আক্রান্ত হলেন । তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর হার । এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল দেশে । আমেরিকা ও ব্রাজিলের পরেই করোনায় মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত ।
advertisement
এ দিন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ২০ হাজার ৭১৬ জন । তবে দেশে সুস্থতার হার এখন ৮৮.৬৯ শতাংশ । এখনও পর্যন্ত ১৯ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার ৫৫০ জন টিকা গ্রহণ করেছেন । মুম্বইয়ে নতুন করে ১,০৫৭ জন আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে ৪৮ জনের । তেলেঙ্গনায় ৩,০৪৩জন আক্রান্ত হয়েছেন । ২১ জনের মৃত্যু হয়েছে । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৬৯৩ জন । রাজস্থানে ৪৪১৪ জন আক্রান্ত হযেছেন । মৃতের সংখ্যা ১০৩ । সুস্থ হয়েছেন ১৬৬৫৪ । বাংলায় আক্রান্তের সংখ্যা ১৮,৪২২ জন । মৃত ১৫৬ জন ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Update: গত ৩৮ দিনের মধ্যে সবচেয়ে কম! করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement