#কলকাতা: গোটা দেশের সঙ্গে বাংলাতেও করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে৷ এ হেন পরিস্থিতিতে করোনা নিয়ে আলোচনা করতে বুধবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্নের সভাঘরে করোনা স্বাস্থ্যবিধি মেনেই বৈঠক হবে৷ বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ফোন করে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷
413 new #COVID19 positive cases and 14 deaths have been reported in West Bengal, in last 24 hours. Total number of cases rise to 14,358 including 8,687 discharged cases, 5,102 active cases and 569 deaths: State Health Department pic.twitter.com/3PUyM5i6sK
এই নিয়ে করোনা সংক্রমণ ইস্যুতে দ্বিতীয় বার সর্বদল বৈঠক ডাকলেন মমতা৷ এর আগে সর্বদল বৈঠক হয়েছিল গত ২৩ মার্চ৷ সোমবার সাংবাদিক বৈঠক করে সর্বদল বৈঠকের কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব বলেন, 'যেহেতু করোনা পরিস্থিতিতে এখন বিধানসভা বন্ধ, তাই বিধানসভার প্রতিনিধিত্ব আছে এমন দলগুলিকে আমন্ত্রণ করা হবে। সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। যার মধ্যে কলকাতায় মৃতের সংখ্যা ৬। মোট ৫৬৯ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত৷ রাজ্যে করোনা আক্রান্ত মোট ৮ হাজার ৬৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ।