বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সর্বদল বৈঠক ডাকলেন মমতা

Last Updated:

বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ফোন করে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷

#কলকাতা: গোটা দেশের সঙ্গে বাংলাতেও করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে৷ এ হেন পরিস্থিতিতে করোনা নিয়ে আলোচনা করতে বুধবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্নের সভাঘরে করোনা স্বাস্থ্যবিধি মেনেই বৈঠক হবে৷ বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ফোন করে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এই নিয়ে করোনা সংক্রমণ ইস্যুতে দ্বিতীয় বার সর্বদল বৈঠক ডাকলেন মমতা৷ এর আগে সর্বদল বৈঠক হয়েছিল গত ২৩ মার্চ৷ সোমবার সাংবাদিক বৈঠক করে সর্বদল বৈঠকের কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব বলেন, 'যেহেতু করোনা পরিস্থিতিতে এখন বিধানসভা বন্ধ, তাই বিধানসভার প্রতিনিধিত্ব আছে এমন দলগুলিকে আমন্ত্রণ করা হবে। সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
advertisement
রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। যার মধ্যে কলকাতায় মৃতের সংখ্যা ৬। মোট ৫৬৯ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত৷ রাজ্যে করোনা আক্রান্ত মোট ৮ হাজার  ৬৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সর্বদল বৈঠক ডাকলেন মমতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement