এবার বাড়িতেই করোনা টেস্ট, করবেন নিজেই, আজ থেকেই দোকানে দোকানে মিলবে কিট

Last Updated:

কে করতে পারে টেস্ট...

#মুম্বই: ওষুধের কোম্পানি সিপলা-র  (Cipla)   করোনা টেস্ট কিট  আজ থেকে বাজারে পাওয়া যাবে৷ কোম্পানি এক সপ্তাহ আগেই এই কিটের লঞ্চের ঘোষণা করেছে৷ সিপলা এই কিট ইউবায়ো বায়ো টেকনোলজি সিস্টেমের সঙ্গে মিলে ভারতে এই কিট তৈরি করছে৷ এই RT-PCR টেস্ট কিটের নাম বিরাজেন (ViraGen) রাখা হয়েছে৷ উল্লেখ্য ভারতীয় আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান পরিষদ অর্থাৎ ICMR কোভিড ১৯ -র জন্য র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছে৷ ফলে এখন ঘরেই করোনা পরীক্ষা করতে পারবেন মানুষ৷
advertisement
সিপলা গত সপ্তাহে শেয়ার বাজারে জানিয়েছিল এই কিটের মাধ্যমে এখন বাকি করোনা পরীক্ষাগারে করোনা পরীক্ষার চাপ অনেকটাই কমানো যাবে৷ সিপলা -র এমডি আর গ্লোবাল সিইও উমঙ্গ বোহরা জানিয়েছেন, ‘‘ সিপ্লা কোভিড ১৯ -র বিরুদ্ধে এই লড়াইতে চিকিৎসা যাতে পেতে পারে তার পুরো চেষ্টা চলছে৷ এই জুটিতে আমরা বর্তমান সময়ে যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছনোর চেষ্টা করছি৷
advertisement
টেস্ট কিটের ফলাফল
সিপ্লা -র বিরাজেন কিটকে আইসিএমআর প্রথমবার সবুজ সঙ্কেত দিয়েছিল৷
এই কিটে মাল্টিপ্লেক্স  PCR  টেকনোলজি -র ব্যবহার করা হয়েছে৷ কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই কিটে  SARS CoV-2 -র বিষয়ে ৯৮.৬ শতাংশ ফলাফল সঠিক আসছে৷ আশা করা হচ্ছে এই কিট দিয়ে লোক নিজেদের বাড়িতে করোনা টেস্টের ফলাফল পাওয়া যাবে৷
advertisement
কে করতে পারে টেস্ট
বলার বিষয় যে বিরাজেন সিপ্লা -র পক্ষ থেকে করোনার তৃতীয় ওয়েভের আগে এই কিট বাজারে এসে গেল৷ এর আগে প্রথম কোম্পানি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি টেস্ট লঞ্চ করা হয়েছিল৷ কোম্পানির পক্ষ থেকে আশা করা হয়েছে সংক্রমণে লাগাম দিতে সাহায্য করবে৷ মানুষ নিজেই নিজেদের বাড়িতে করোনা টেস্ট করে নিতে পারবেন৷ আইসিএমআর বলেছে ঘরেই আরটিপিসি কিট ব্যবহার করে দেখতে পারবেন তার লক্ষণ ব্যবহার করবেন৷ তবে না ভেবেচিন্তে এই টেস্ট যেন না করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এবার বাড়িতেই করোনা টেস্ট, করবেন নিজেই, আজ থেকেই দোকানে দোকানে মিলবে কিট
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement