এবার বাড়িতেই করোনা টেস্ট, করবেন নিজেই, আজ থেকেই দোকানে দোকানে মিলবে কিট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কে করতে পারে টেস্ট...
#মুম্বই: ওষুধের কোম্পানি সিপলা-র (Cipla) করোনা টেস্ট কিট আজ থেকে বাজারে পাওয়া যাবে৷ কোম্পানি এক সপ্তাহ আগেই এই কিটের লঞ্চের ঘোষণা করেছে৷ সিপলা এই কিট ইউবায়ো বায়ো টেকনোলজি সিস্টেমের সঙ্গে মিলে ভারতে এই কিট তৈরি করছে৷ এই RT-PCR টেস্ট কিটের নাম বিরাজেন (ViraGen) রাখা হয়েছে৷ উল্লেখ্য ভারতীয় আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান পরিষদ অর্থাৎ ICMR কোভিড ১৯ -র জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছে৷ ফলে এখন ঘরেই করোনা পরীক্ষা করতে পারবেন মানুষ৷
advertisement
সিপলা গত সপ্তাহে শেয়ার বাজারে জানিয়েছিল এই কিটের মাধ্যমে এখন বাকি করোনা পরীক্ষাগারে করোনা পরীক্ষার চাপ অনেকটাই কমানো যাবে৷ সিপলা -র এমডি আর গ্লোবাল সিইও উমঙ্গ বোহরা জানিয়েছেন, ‘‘ সিপ্লা কোভিড ১৯ -র বিরুদ্ধে এই লড়াইতে চিকিৎসা যাতে পেতে পারে তার পুরো চেষ্টা চলছে৷ এই জুটিতে আমরা বর্তমান সময়ে যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছনোর চেষ্টা করছি৷
advertisement

টেস্ট কিটের ফলাফল
সিপ্লা -র বিরাজেন কিটকে আইসিএমআর প্রথমবার সবুজ সঙ্কেত দিয়েছিল৷
এই কিটে মাল্টিপ্লেক্স PCR টেকনোলজি -র ব্যবহার করা হয়েছে৷ কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই কিটে SARS CoV-2 -র বিষয়ে ৯৮.৬ শতাংশ ফলাফল সঠিক আসছে৷ আশা করা হচ্ছে এই কিট দিয়ে লোক নিজেদের বাড়িতে করোনা টেস্টের ফলাফল পাওয়া যাবে৷
advertisement
কে করতে পারে টেস্ট
বলার বিষয় যে বিরাজেন সিপ্লা -র পক্ষ থেকে করোনার তৃতীয় ওয়েভের আগে এই কিট বাজারে এসে গেল৷ এর আগে প্রথম কোম্পানি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি টেস্ট লঞ্চ করা হয়েছিল৷ কোম্পানির পক্ষ থেকে আশা করা হয়েছে সংক্রমণে লাগাম দিতে সাহায্য করবে৷ মানুষ নিজেই নিজেদের বাড়িতে করোনা টেস্ট করে নিতে পারবেন৷ আইসিএমআর বলেছে ঘরেই আরটিপিসি কিট ব্যবহার করে দেখতে পারবেন তার লক্ষণ ব্যবহার করবেন৷ তবে না ভেবেচিন্তে এই টেস্ট যেন না করা হয়৷
view commentsLocation :
First Published :
May 25, 2021 11:14 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এবার বাড়িতেই করোনা টেস্ট, করবেন নিজেই, আজ থেকেই দোকানে দোকানে মিলবে কিট

