রেড জোনেও বেশ কিছু ছাড়, শর্ত মেনে অরেঞ্জ জোনে চলবে অ্যাপ ক্যাব, বাইক

Last Updated:

নতুন নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারও জানিয়ে দিল, গ্রিন জোনে বাস চলতে পারবে৷

রেড জোনে লকডাউন নিয়ে কড়াকড়ি থাকলেও অর্থনীতিকে সচল রাখার স্বার্থে বেশ কিছু ছাড় দিল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি অরেঞ্জ জোনেও শর্তসাপেক্ষে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব চালানোর অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায়৷
কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, রেড জোনে সংবাদমাধ্যম, আইটি এবং আইটি সংক্রান্ত পরিষেবা, ডেটা এবং কল সেন্টার, হিমঘর, গুদাম, বেসরকারি নিরাপত্তা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা ও স্বনিযুক্ত পরিষেবা চালু রাখা যাবে৷ তবে আগের মতোই সেলুন, মাসাজ পার্লারের মতো পরিষেবা বন্ধই থাকবে৷
এর পাশাপাশি রেড জোনে জরুরি পণ্য উৎপাদন করা হয় এমন শিল্প বা কারখানা, ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্প খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ একই সঙ্গে রেড জোনেও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কাজের সময় ভাগ করে দিয়ে চটকল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি আই হার্ডওয়্যার নির্মাণ শিল্প এবং প্যাকেজিং ইউনিট খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
advertisement
অরেঞ্জ জোন নিয়েও অনেকটাই নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় সরকার৷ অরেঞ্জ জোনগুলির আওতায় থাকা এলাকাগুলিতে শর্ত মেনে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব চালানোর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ তবে চালক ছাড়া একজনের বেশি যাত্রী নেওয়া যাবে না৷ শুধুমাত্র অনুমোদিত কাজ এবং পরিষেবাগুলির জন্য এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে৷ তবে সেক্ষেত্রে চার চাকার ব্যক্তিগত গাড়িতে চালক বাদে দু' জন এবং বাইক বা স্কুটারে চালক বাদে একজনকে বসার অনুমতি দেওয়া হয়েছে৷
advertisement
নতুন নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারও জানিয়ে দিল, গ্রিন জোনে বাস চলতে পারবে৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, গ্রিন জোনে একটি জেলার মধ্যেই কুড়ি জন যাত্রী নিয়ে বাস চলবে৷ আর কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রিন জোনে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রেড জোনেও বেশ কিছু ছাড়, শর্ত মেনে অরেঞ্জ জোনে চলবে অ্যাপ ক্যাব, বাইক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement