Coronavirus Vaccination: করোনার ভ্যাকসিন নিলে কি প্রজনন ক্ষমতা কমে যায়? জবাব দিল স্বাস্থ্য মন্ত্রক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাসের ভ্যাকসিন (Coronavirus Vaccine) নিলে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে (Infertility)বলে সামাজিক মাধ্যমে হওয়া বিভিন্ন পোস্ট এবং বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রতিষেধক নিলে পুরুষ বা মহিলাদের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ বুধবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ করোনার যে চারটি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে, তার প্রতিটিই নিরাপদ এবং কার্যকরী বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ফের একবার আশ্বস্ত করা হয়েছে৷
করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে বলে সামাজিক মাধ্যমে হওয়া বিভিন্ন পোস্ট এবং বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়৷ এর পরই সাধারাণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হল৷ করোনা টিকার জন্য যে বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে, তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে অন্তঃসত্ত্বা এবং স্তন্যপান করাচ্ছেন এমন মহিলাদের জন্যও করোনার টিকা নিরাপদ৷
advertisement
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন নিলে মানুষের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার অভিযোগের কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই৷ মন্ত্রকের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, করোনার প্রতিটি টিকাই প্রথমে প্রাণীদের উপরে প্রয়োগ করা হয়৷ যাতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হলে তা মানুষের উপরে প্রয়োগের আগেই ধরা পড়ে৷ ভ্যাকসিনের নিরাপদ এবং তার কার্যকরিতা প্রমাণিত হলে তবেই তাতে ছাড়পত্র দেওয়া হয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে৷
advertisement
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'করোনার টিকা গ্রহণ করলে প্রজনন ক্ষমতা কমে যাওয়ার যে ধারণা ছড়িয়ে পড়েছে তা খণ্ডন করে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে করোনার ভ্যাকসিন নিলে পুরুষ বা মহিলাদের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার অভিযোগের কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই৷' কোভিড টাস্ক ফোর্সের েচয়ারম্যান ভি কে সিং-ও ভ্যাকসিন নিয়ে মানুষের এই ধরনের ভয় এবং বিভ্রান্তির অভিযোগকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছিলেন৷
view commentsLocation :
First Published :
June 30, 2021 9:02 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Vaccination: করোনার ভ্যাকসিন নিলে কি প্রজনন ক্ষমতা কমে যায়? জবাব দিল স্বাস্থ্য মন্ত্রক

