Coronavirus Vaccination: অন্তঃসত্ত্বা, স্তন্যপান করানো মহিলাদের জন্য নিরাপদ চার ভ্যাকসিনই, জানালো কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতে এখনও পর্যন্ত কোভিশিল্ড (Covishield), কোভ্যাক্সিন (Covaxin) এবং স্পুটনিক ভি টিকা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে (Coronavirus Vaccination)৷ এ দিনই মডার্নার টিকাকেও জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷
#নয়াদিল্লি: ভারতে এখনও পর্যন্ত যে চারটি করোনার টিকা অনুমোদিত হয়েছে, তার সবকটিই সন্তান সম্ভবা মহিলাদের জন্য নিরাপদ৷ একই ভাবে স্তন্যপান করাচ্ছেন যে মায়েরা, তাঁরাও নিশ্চিন্তে করোনার এই চারটি করোনার টিকা নিতে পারেন৷ এ দিন এমনই দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের কোভিড টাস্ক ফোর্সের প্রধান এবং নীতি আয়োগের সদস্য ভি কে পাল৷
ভারতে এখনও পর্যন্ত কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি টিকা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে৷ এ দিনই মডার্নার টিকাকেও জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷ একই সঙ্গে ভি কে পাল দাবি করেছেন, করোনার টিকা নেওয়ার সঙ্গে প্রজনন ক্ষমতা হারানো বা কমে যাওয়ার কোনও সম্পর্কই নেই৷ তবে সন্তান সম্ভবা মহিলাদের উপরে ভ্যাকসিনের আদৌ কোনও নেতিবাচক প্রভাব পড়ে কি না, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তা এখনও খতিয়ে দেখছে বলে দাবি করেছেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক ওই সদস্য৷
advertisement
ভি কে পাল বলেন, 'অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ভ্যাকসিন সংক্রান্ত একটি নির্দেশিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে৷ সন্তান সম্ভবা মহিলাদের জন্য সব ভ্যাকসিনই নিরাপদ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়টি আরও খতিয়ে দেখছে৷' সন্তান সম্ভবা মহিলাদের ভ্যাকসিনের গুরুত্ব বোঝাতে ইতিমধ্যেই টিকা দানকারী চিকিৎসকক, স্বাস্থ্যকর্মীদের জন্য একটি গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷
advertisement
সাধারণত করোনা আক্রান্ত ৯০ শতাংশ অন্তঃসত্ত্বাই বাড়িতে সুস্থ হয়ে ওঠেন৷ তবে কিছু ক্ষেত্রে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে৷ এমন কি, গর্ভস্থ ভ্রূণেরও ক্ষতি হতে পারে৷ সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টিকা নিয়ে নেওয়া উচিত বলে কেন্দ্রের ওই গাইডলাইনে বলা হয়েছে৷ আবার অন্তঃসত্ত্বা হলে করোনা আক্রান্ত হওয়ার ঝঁুকি বাড়ে না বলেও আশ্বস্ত করা হয়েছে৷
advertisement
তবে পয়ত্রিশোর্ধ্ব সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে এবং যাঁদের রক্তচাপ, ওবেসিটির মতো সমস্যা রয়েছে, তাঁরা করোনা আক্রান্ত হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে বলেও সরকারি ওই নথিতে সতর্ক করা হয়েছে৷
view commentsLocation :
First Published :
June 29, 2021 11:39 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Vaccination: অন্তঃসত্ত্বা, স্তন্যপান করানো মহিলাদের জন্য নিরাপদ চার ভ্যাকসিনই, জানালো কেন্দ্র

