সবার প্রিয় ‘ঝুমা বৌদি’ এবার করোনা পজিটিভ, কেমন আছেন তিনি, খবর দিলেন খোদ স্বামী

Last Updated:

করোনা পজিটিভ হওয়ায় আপাতত শ্যুটিং বন্ধ করে দেওয়া হল৷

#মুম্বই : করোনা ভাইরাসের  (Corona Virus)  প্রকোপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ এখন অবধি সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে৷ তারকারাও একের পর এক করোনা পজিটিভ হচ্ছেন৷ এবার করোনা পজিটিভ হলেন ভোজপুরী ছায়াছবির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা৷
বিগ বস  (Bigg Boss) সূত্র ধরে সারা ভারতেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে৷ মোনালিসা (Monalisa)  আবার আলাদা করে বাঙালি ফ্যানদের মধ্যেও প্রচণ্ড জনপ্রিয় ৷ ওটিটি প্ল্যাটফর্মের পপুলার সিরিজ দুপুর ঠাকুরপো-তে ঝুমা বৌদি হয়ে বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন মোনালিসা বা অন্তরা বিশ্বাস (Antara Biswas) ৷ এবার তিনিও করোনা পজিটিভ হয়েছেন৷ দিন কয়েক আগেও পুরোপুরি সুস্থ ছিলেন কারণ স্বামীর সঙ্গে দোল খেলার ছবিও পোস্ট করেছিলেন সুন্দরী তন্বী৷
advertisement
View this post on Instagram

A post shared by MONNALLISA (@aslimonalisa)

advertisement
advertisement
তাঁর স্বামী বিক্রান্ত সিং রাজপুত (Vikrant Singh Rajpoot) এই খবর সুনিশ্চিত করেছেন৷ তিনি আবেদন করেছেন তাঁর ফ্যানরা যেন মোনালিসার দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা করেন৷
টিভি সিরিয়ল নমক ইশক কা -তে ভ্যাম্পের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি৷ তারপরেই মুম্বইতেও যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠেন তিনি৷ মোনালিসা এই মুহূ্র্তে মুম্বইতে একা রয়েছেন৷ নিজেই নিজের খেয়াল রাখছেন৷ তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন৷ কিন্তু তিনি অ্যাসিম্পটমেটিক আছেন৷ চিকিৎসকের পরামর্শমতোই তাঁর চিকিৎসা চলছে৷
advertisement
বিক্রান্ত জানিয়েছেন অভিনেত্রীর শরীর এখনও ঠিক রয়েছে৷ করোনা হলে অনেকেই হাইপার হয়ে যান৷ তিনি করোনা পজিটিভ হওয়ায় নমক ইশক কা -র শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মোনালিসার এখনও অবধি যে ধরণের করোনা হয়েছে তাতে শারীরিক কোনও অস্বস্তি নেই৷ তিনি ঠিক হয়ে গেলে শ্যুটিং ফের শুরু হবে৷
মোনালিস সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাকটিভ ৷ তাঁর ইনস্টাগ্রামে ৪১ লক্ষ ফলোয়ার রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সবার প্রিয় ‘ঝুমা বৌদি’ এবার করোনা পজিটিভ, কেমন আছেন তিনি, খবর দিলেন খোদ স্বামী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement