হোম /খবর /কলকাতা /
রাজ্যে একদিনে মৃত্যু ৪১, মোট করোনাজয়ীর সংখ্যা সাড়ে ১৪ লাখের দরজায়!

Bengal Corona Update : রাজ্যে একদিনে মৃত্যু ৪১, মোট করোনাজয়ীর সংখ্যা সাড়ে ১৪ লাখের দরজায়!

বাড়ছে ঘরে ফেরা Photo : প্রতীকী

বাড়ছে ঘরে ফেরা Photo : প্রতীকী

বৃহস্পতিবারের করোনাভাইরাস (Daily Corona Update) রিপোর্টে দেখা গেল গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন (Corona Cases)। তবে অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু (Corona Death)। কিন্তু অন্যদিকে বেশ খানিকটা ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#কলকাতা : ক্রমশ স্বস্তি দেখাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ (Daily Covid Cases) দৈনিক রিপোর্ট। স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বৃহস্পতিবারের করোনাভাইরাস রিপোর্টে দেখা গেল গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন। তবে অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। কিন্তু অন্যদিকে বেশ খানিকটা ঊর্ধ্বমুখী সুস্থতার হার। রাজ্য সরকারের জারি করা 'কড়া বিধিনিষেধ' সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে মৃত্যু একটু বেড়েছে। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪১ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় (Kolkata) করোনার বলি ৮ জন। হুগলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৫১৬ জনের।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২১৭ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে হুগলি। একদিনে সংক্রমিত সেখানকার ১৮৯ জন। তৃতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫৫ জন। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৫৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৯,২৮৬।

তবে এদিনের রিপোর্ট বলছে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,৯৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৯, ৪২৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। সুস্থতার হার স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, করোনাকে বাগে আনতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়ানিষেধ। বন্ধ সমস্ত গণপরিবহণ। কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী। তবে সরকারি বিধিনিষেধে সিলমোহর দিচ্ছে উত্তরোত্তর সদর্থক করোনা দৈনিক রিপোর্ট চার্ট।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Corona Update, Coronavirus in West Bengal