করোনা মোকাবিলায় অব্যর্থ, হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির অনুমতি পেল ঐতিহ্যবাহী বেঙ্গল কেমিক্যালস

Last Updated:

করোনা মুক্তির রাস্তা হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা যখন তুঙ্গে, তখন এই রাজ্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল এই ওষুধ তৈরির ছাড়পত্র পেল।

#কলকাতাঃ প্রাণঘাতী করোনা আতঙ্কে বিশ্বে এখন প্রায় অমৃত সমান হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquin), যা করোনা আক্রান্তদের চিকিৎসায় বিশেষ সহায়ক হয়ে উঠছে। এমনটাই দাবি অনেক চিকিৎসকদের। এই সূত্রে ভারত-আমেরিকার ওষুধ যুদ্ধও শুরু হওয়ার উপক্রম হয়েছিল। করোনা মুক্তির রাস্তা হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা যখন তুঙ্গে, তখন এই রাজ্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল এই ওষুধ তৈরির ছাড়পত্র পেল। রাজ্য ড্রাগ কন্ট্রোল এই ছাড়পত্র বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দিল। বাকি সব ওষুধ বন্ধ করে শুধুমাত্র এই ওষুধ তৈরি করলে মাসে দেড় কোটি ওষুধ তৈরির লক্ষ্যমাত্রা হবে বলে জানিয়েছে বেঙ্গল কেমিক্যাল কতৃপক্ষ।
সোশ্যাল মিডিয়াতে গত বেশ কয়েকদিন ধরে প্রচার হচ্ছিল যে, আমাদের বঙ্গের ঐতিহ্যবাহী ওষুধ প্রস্তুতকারক সংস্থা বেঙ্গল কেমিক্যালস নাকি-এর পথপ্রদর্শক। এখানেই নাকি তৈরি হয় হাইড্রক্সিক্লোরোকুইন। এই খবর সম্পর্কে সামাজিক মাধ্যমে যে যে তথ্য মিলছে, তা কিছুটা বিভ্রান্তিকর। তবে আসল সত্য হল, বেঙ্গল কেমিক্যালসে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি হয় না, সামাজিক মাধ্যমের খবর ঠিক নয়। কুইনাইনের অন্য দুটি যৌগ– ক্লোরোকুইন ফসফেট (Chloroquin Phosphate) ও ক্লোরোকুইন সালফেটের (Chloroquin Sulphate) ট্যাবলেট তৈরি হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত এই সংস্থায়, যা ম্যালেরিয়ার ওষুধ হিসেবে বহু যুগ ধরে ভারতবাসীর রোগ নিরাময় করেছে। এই সালফেট বা ফসফেট যৌগ সহজে দ্রাব্য হওয়ায় তা মানুষের শরীরে দ্রুত কাজ শুরু করে। তুলনায় হাইড্রক্সিক্লোরাকুইন শরীরে কার্যকর হতে কিছুটা সময় নেয়। সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা আক্রান্তদের চিকিৎসায় যদি হাইড্রক্সিক্লোরোকুইন সহায়ক হয়, তাহলে এই দুই ওষুধও কার্যকর হবে বলে জানাচ্ছেন অনেক চিকিৎসক।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেক ইন ইন্ডিয়া স্লোগান তুললেও বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর কোনও পরিবর্তন হয়নি। কেন্দ্র এই সংস্থাটিকে তুলে দিতে চেয়েছে বেসরকারি সংস্থার হাতে। ওষুধ তৈরির বদলে সেখানে কারখানা চৌহদ্দিতে তৈরি হবে আবাসন। বাংলার অন্যতম ঐতিহ্যবাহি সংস্থার বিলগ্নীকরণ রুখতে কর্মীরা দীর্ঘ লড়াই চালিয়েছেন। এখনও লড়াই চলছে। এমনকি বিলগ্নীকরণ-এ চলে যাওয়া এই কোম্পানি বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়। সেই মামলার জন্যই এখনও টিকে আছে বাংলার গর্বের এই ওষুধ তৈরির প্রতিষ্ঠান। খুব অল্প কিছু কর্মীদের সম্বল করে ওষুধ তৈরির কাজ চলছে প্রতিদিন। লম্বা তালিকার মধ্যে এখনও মানিকতলার বেঙ্গল কেমিক্যাল-এর ৪৫টি ট্যাবলেট, ক্যাপসুল আর দশটির মত ইনজেকশন তৈরি হয়। অসংখ্য অ্যান্টিবায়োটিক, জীবাণুনাশক, ছত্রাকনাশক ওষুধ রয়েছে এখানকার তালিকায়। রাসায়নিক নামে তৈরি হয় ওইসব জেনেরিক ওষুধ। সরকারি বরাত পেলেই তা সরবরাহ করা হয় বিভিন্ন মিলিটারি হাসপাতাল ও সরকারি সংস্থায়।
advertisement
advertisement
তবে মূলতঃ হাইড্রক্সিক্লোরোকুইন এর কাঁচামাল চিন থেকে আসলেও এখন সেই পথ বন্ধ থাকায় মুম্বই এবং আহমেদাবাদ থেকে সেই কাঁচামাল আনতে হবে। সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছ থেকেই সাহায্যের আবেদন জানিয়েছে বেঙ্গল কেমিক্যাল কর্তৃপক্ষ এখন দেখার বিষয় শতাব্দীপ্রাচীন ঐতিহ্যমন্ডিত বেঙ্গল কেমিক্যাল হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ তৈরি করার মাধ্যমে নিজেকে পুনর্জীবিত করতে পারে কিনা।
advertisement
AVIJIT CHANDA
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা মোকাবিলায় অব্যর্থ, হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির অনুমতি পেল ঐতিহ্যবাহী বেঙ্গল কেমিক্যালস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement