২৭ মে থেকে চলবে অটো, শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী এ দিন জানান, রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিকে এ, বি এবং সি- এই তিন ভাগে ভাগ করা হচ্ছে৷
#কলকাতা: সরকারি বাস, ট্যাক্সির পর এবার রাজ্যে চালু হচ্ছে অটো পরিষেবা৷ আগামী ২৭ মে থেকে রাজ্যে অটো পরিষেবা শুরু হবে এ দিন নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে প্রতিটি অটোয় দু' জনের বেশি যাত্রী নেওয়া যাবে না৷ তবে অটো পরিষেবা শুরুর আগে পুলিশের সঙ্গে বৈঠক করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী এ দিন জানান, রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিকে এ, বি এবং সি- এই তিন ভাগে ভাগ করা হচ্ছে৷ অরেঞ্জ, গ্রিন জোনের সঙ্গে বি এবং সি জোনেও অটো চলতে পারবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই জোনে বাসও চলতে পারবে৷
এর আগে সরকার ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছিল৷ কিন্তু কম যাত্রীর কারণ দেখিয়ে বেসরকারি বাস মালিকরা যে বাড়তি ভাড়া দাবি করেছে, তাতে অনুমোদন দেয়নি সরকার৷ ফলে কথা থাকলেও এ দিন থেকে বাস নামেনি৷
advertisement
advertisement
কলকাতায় অটোতে সাধারণত চারজন যাত্রী নেওয়া হয়৷ শহরতলিতে আরও বেশি যাত্রী তোলা হয়৷ সেক্ষেত্রে ভাড়া না বাড়িয়ে দু' জন যাত্রী নিয়ে অটো পরিষেবা শুরু দেবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷
Location :
First Published :
May 18, 2020 4:57 PM IST