দেশে এল অ্যান্টি-কোভিড ‘এয়ার পিউরিফায়ার’, ঘরের ভিতরের বাতাস থাকবে ভাইরাস মুক্ত!

Last Updated:

Aurabeat গোটা বিশ্বের ৪০টির বেশি দেশের ২০০টির বেশি হাসপাতাল ও ২০০টির বেশি স্কুলের ভিতরের বাতাসকে করোনাভাইরাস থেকে বাঁচিয়ে চলেছে।

#নয়াদিল্লি: Aurabeat-এর অ্যান্টি-কোভিড ক্লাস ২ মেডিক্যাল ডিভাইজ আজ থেকেই ভারতে লঞ্চ করেছে। এই ডিভাইজটি USFDA দ্বারা অনুমোদিত। এর সাহায্যে SARS-COV-2 জীবাণু মুক্ত করার কাজ করা যাবে বলে জানা গিয়েছে। হংকংয়ের সংস্থা Aurabeat প্রায় এক দশক ধরে বায়ু বিশুদ্ধকরণের গবেষণার করার পর ঘরের ভিতরের বাতাস AG+ five-stage জীবাণুমুক্ত করার প্রযুক্তি তৈরি করেছে।
AG+ Pro Silver Ion অ্যান্টিভাইরাল এয়ার পিউরিফায়ার এক ঘণ্টায় একটানা ৩.৪ বার বাতাসের যে কোনও ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধংস করতে পারবে। USFDA ছাড়া সংস্থার কাছে রয়েছে এমআরআই গ্লোবাল (MRIGlobal), এটিসিসি (American Type Culture Collection), জিএসএস (General Society of Surveillance), এফসি (FC), সিই (CE), আইএসও (ISO), ইউএল (UL), আরওএইচএস (RoHS), ইউকেআরআই মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (UKRI Medical Research Council), সিইএন ইউরোপিয়ান কমিটি ফর স্ট্যান্ডার্ডাইজেশন (CEN European Committee for Standardization) অনুমোদন। Aurabeat গোটা বিশ্বের ৪০টির বেশি দেশের ২০০টির বেশি হাসপাতাল ও ২০০টির বেশি স্কুলের ভিতরের বাতাসকে করোনাভাইরাস থেকে বাঁচিয়ে চলেছে।
advertisement
এই ডিভাইজ ভারতে লঞ্চ করার সময়ে Aurabeat-এর সিইও ফিল ইউয়েন (Phil Yuen) বলেন, "বিশ্বব্যাপী করোনার ভয়াবহ পরিস্থিতিতে আমরা অ্যান্টি-কোভিড প্রযুক্তি চালু করতে পেরেছি। মানুষকে নিরাপদে বাঁচার সুযোগ করে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। গোটা বিশ্বে আমাদের এই ডিভাইজের চাহিদা বাড়ছে, আমরা তাই উৎপাদনও বাড়িয়ে দিয়েছি”।
advertisement
Aurabeat India-র সিইও ভেঙ্কট দুদুকুরি (Venkat Duddukuri) বলেছেন, “গোটা বিশ্বে বহু দেশের অফিস, স্কুল, কলেজ, রেস্তোরাঁ, থিয়েটারগুলিকে করোনামুক্ত করার ক্ষেত্রে প্রমাণিত ও অনুমোদিত হয়েছে আমাদের এই মেডিক্যাল ডিভাইস, মার্কিন ভাইরোলজি ল্যাবরেটরির পরীক্ষায় সফল হয়েছে। এমআরআই গ্লোবালের অনুমোদন পরীক্ষায় ১৫ মিনিটের মধ্যে ৯৯.৯% করোনা ভাইরাস নির্মূল করতে পারার ক্ষমতা প্রমাণিত হয়েছে। আমাদের এই প্রোডাক্ট বাতাসের যে কোনও ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করতে পারবে ”।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেশে এল অ্যান্টি-কোভিড ‘এয়ার পিউরিফায়ার’, ঘরের ভিতরের বাতাস থাকবে ভাইরাস মুক্ত!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement